এবার দুয়ারে চালু হলো ডাকঘর পরিষেবা। কলকাতার পর রাজ্যে এই প্রথম কোন জেলায় মোবাইল পার্সেল বুকিং ভ্যান পরিষেবা চালু হলো । আজ উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য কার্যালয বারাসাত শেঠপুকুরে এই পরিষেবার শুভ উদ্বোধন করেন সংস্থার মুখ্য আধিকারিক প্রদত্ত কুমার দাস।
এই পরিষেবার মাধ্যমে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের বেশ কিছুটা সুবিধা হবে জানালেন বারাসাত ডাক বিভাগের আধিকারিক । এই পরিষেবায় গ্রাহকদের পার্সেল আর বয়ে নিয়ে আসতে হবেনা পোস্ট অফিসে, পোস্ট অফিস এর কাছে একটি ইমেইল অথবা অ্যাপ্লিকেশন করলেই গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে মোবাইল পার্সেল বুকিং ভ্যান ।
যার ফলে পার্সেল বযে নিয়ে আসার অতিরিক্ত খরচ থেকে মুক্তি পাবে গ্রাহকরা । বারাসাত ডাক বিভাগের মুখ্য কার্যালয় এর এই পরিষেবা মোট তিনটি সাব ডিভিশন এলাকায় আজ থেকে শুরু হল । বনগাঁ বসিরহাট ও বারাসাত এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে।
আর ও পড়ুন ছয় তলার সিঁড়ির রেলিং থেকে খেলার ছলে বেসামাল হয়ে পড়ে মৃত্যু শিশুর
উল্লেখ্য, এবার দুয়ারে চালু হলো ডাকঘর পরিষেবা। কলকাতার পর রাজ্যে এই প্রথম কোন জেলায় মোবাইল পার্সেল বুকিং ভ্যান পরিষেবা চালু হলো । আজ উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য কার্যালয বারাসাত শেঠপুকুরে এই পরিষেবার শুভ উদ্বোধন করেন সংস্থার মুখ্য আধিকারিক প্রদত্ত কুমার দাস। এই পরিষেবার মাধ্যমে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের বেশ কিছুটা সুবিধা হবে জানালেন বারাসাত ডাক বিভাগের আধিকারিক ।
এই পরিষেবায় গ্রাহকদের পার্সেল আর বয়ে নিয়ে আসতে হবেনা পোস্ট অফিসে, পোস্ট অফিস এর কাছে একটি ইমেইল অথবা অ্যাপ্লিকেশন করলেই গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে মোবাইল পার্সেল বুকিং ভ্যান । যার ফলে পার্সেল বযে নিয়ে আসার অতিরিক্ত খরচ থেকে মুক্তি পাবে গ্রাহকরা । বারাসাত ডাক বিভাগের মুখ্য কার্যালয় এর এই পরিষেবা মোট তিনটি সাব ডিভিশন এলাকায় আজ থেকে শুরু হল । বনগাঁ বসিরহাট ও বারাসাত এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে।
উল্লেখ্য, এবার দুয়ারে চালু হলো ডাকঘর পরিষেবা। কলকাতার পর রাজ্যে এই প্রথম কোন জেলায় মোবাইল পার্সেল বুকিং ভ্যান পরিষেবা চালু হলো । আজ উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য কার্যালয বারাসাত শেঠপুকুরে এই পরিষেবার শুভ উদ্বোধন করেন সংস্থার মুখ্য আধিকারিক প্রদত্ত কুমার দাস। এই পরিষেবার মাধ্যমে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের বেশ কিছুটা সুবিধা হবে জানালেন বারাসাত ডাক বিভাগের আধিকারিক ।
এই পরিষেবায় গ্রাহকদের পার্সেল আর বয়ে নিয়ে আসতে হবেনা পোস্ট অফিসে, পোস্ট অফিস এর কাছে একটি ইমেইল অথবা অ্যাপ্লিকেশন করলেই গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে মোবাইল পার্সেল বুকিং ভ্যান । যার ফলে পার্সেল বযে নিয়ে আসার অতিরিক্ত খরচ থেকে মুক্তি পাবে গ্রাহকরা । বারাসাত ডাক বিভাগের মুখ্য কার্যালয় এর এই পরিষেবা মোট তিনটি সাব ডিভিশন এলাকায় আজ থেকে শুরু হল । বনগাঁ বসিরহাট ও বারাসাত এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে।