Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ত্রিবেণীর মুক্তধারায় মুক্ত সরস্বতী নদী (Sarsawati River)

ত্রিবেণীর মুক্তধারায় মুক্ত সরস্বতী নদী

ত্রিবেণীর মুক্তধারায় মুক্ত সরস্বতী নদী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুক্তধারায়

ত্রিবেণীর মুক্তধারায় মুক্ত সরস্বতী নদী। কিন্তু দীর্ঘ বহু বছর সংহস্কার না হওয়ায় নব্যতা হারাচ্ছে প্রতি মুহূর্তে এই নদী। বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এর ওপর দিয়ে বয়ে গেছে এই নদী, কিন্তু বহু দিন কোনো সংহস্কার হয়নি এই নদীর। তার ওপর ট্রলার ভর্তি মাটি লুট হচ্ছে দিনের পর দিন, স্বাভাবিক ভাবেই পার ভাঙছে নদীর।

 

বহু বছর যাবৎ নদীর পাড়ে বসবাসকারী মানুষসেরা দিন কাটাচ্ছেন আতঙ্কে। বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য স্বীকার করেছে দীর্ঘদিন সংহস্কার হয়নি এই নদী।তবে তিনি এ ও জানিয়েছেন যে ভাবে জন বসতি বাড়ছে তার প্রভাব ও পড়ছে, কারণ নদীর চলার পথেই বসতি গড়ে উঠছে, ফলে সরস্বতী নদী তার নব্যতা হারাচ্ছে, মজে যাচ্ছে এই নদী।

 

জন বসতি গড়ে ওঠার ফলে স্থানীয় বাসিন্দারা নানা বজ্য পদার্থ ফেলে নদীতে আর তার জন্য প্রতিনিয়ত দূষিত হচ্ছে সরস্বতী নদীর জল। পৌরসভার ভোটে এই বার নিয়ে তৃতীয় বার বোর্ড গঠন করছে শাসকদল ২২ টির মধ্যে তৃণমূলের দখলে ২১টি আসন।

 

আর ও পড়ুন    আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জমি জবরদখল,তোলাবাজির অভিযোগ

 

আপাত ভাবে পানীয় জল, রাস্তা, আলো র কোনোরকম সমস্যা এই পৌরসভায় নেই।  কিন্তু  ১১, ১২,১৩,১৫, ২১  এই পাঁচটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত শুধুমাত্র এই নদীর সংহস্কার হয়নি বলে। ১৫ নং ওয়ার্ড এর মানুষরা সর্বক্ষণ ভয়ে থাকেন কবে তাদের ঘর নদী গর্ভে তলিয়ে যাবে এই আশংকায়। সেচ দফতরের গাফিলতি না পৌরসভার উদাসীনতায় সংহস্কার হীন সরস্বতী নদী সেটাই বড় প্রশ্ন?

 

উল্লেখ্য, ত্রিবেণীর মুক্তধারায় মুক্ত সরস্বতী নদী। কিন্তু দীর্ঘ বহু বছর সংহস্কার না হওয়ায় নব্যতা হারাচ্ছে প্রতি মুহূর্তে এই নদী। বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এর ওপর দিয়ে বয়ে গেছে এই নদী, কিন্তু বহু দিন কোনো সংহস্কার হয়নি এই নদীর। তার ওপর ট্রলার ভর্তি মাটি লুট হচ্ছে দিনের পর দিন, স্বাভাবিক ভাবেই পার ভাঙছে নদীর।

 

বহু বছর যাবৎ নদীর পাড়ে বসবাসকারী মানুষসেরা দিন কাটাচ্ছেন আতঙ্কে। বাঁশবেড়িয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য স্বীকার করেছে দীর্ঘদিন সংহস্কার হয়নি এই নদী।তবে তিনি এ ও জানিয়েছেন যে ভাবে জন বসতি বাড়ছে তার প্রভাব ও পড়ছে, কারণ নদীর চলার পথেই বসতি গড়ে উঠছে, ফলে সরস্বতী নদী তার নব্যতা হারাচ্ছে, মজে যাচ্ছে এই নদী।

 

জন বসতি গড়ে ওঠার ফলে স্থানীয় বাসিন্দারা নানা বজ্য পদার্থ ফেলে নদীতে আর তার জন্য প্রতিনিয়ত দূষিত হচ্ছে সরস্বতী নদীর জল। পৌরসভার ভোটে এই বার নিয়ে তৃতীয় বার বোর্ড গঠন করছে শাসকদল ২২ টির মধ্যে তৃণমূলের দখলে ২১টি আসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top