অনলাইনে ফ্লাইট এর টিকিট বুকিং করার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ট্যুর এন্ড ট্রাভেলস এর মালিক দেবব্রত ঘোষ। গ্রেফতার করল বিধান নগর সাইবার শাখার পুলিশ আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্র মারফত খবর গত 7.8.21 তারিখে সল্টলেকের বিএফ ব্লকের বাসিন্দা কৃষাণ দেও আগরওয়াল টুর এন্ড ট্রাভেলস সংস্থা থেকে ট্রেনের টিকিট বুক করার জন্য অগ্রিম 2000 টাকা অনলাইন অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করেছিল, পরবর্তী সময়ে ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় ফ্লাইট এর টিকিট এর জন্য 53 হাজার টাকা ওই সংস্থাকে অনলাইন অ্যাপসের মাধ্যমে দেয়।
আর ও পড়ুন এক মাঘে শীত যায় না” বিধানসভা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মদন মিত্র
পরবর্তী সময় ফ্লাইট এর টিকিট বুকিং না হওয়ায় বিভিন্ন কারণ অজুহাত দেখাতে থাকে, সল্টলেকের এর বাসিন্দা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সেইমতো চলতি বছরের 12.3.22 তারিখে বিধান নগর সাইবার শাখায় এসে একটি অভিযোগ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকেরা দমদমের AP 36 প্রান্তিক সরণি প্রফুল্ল অ্যাপার্টমেন্ট থেকে দেবব্রত ঘোষ কে গ্রেপ্তার করে।
আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, অনলাইনে ফ্লাইট এর টিকিট বুকিং করার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ট্যুর এন্ড ট্রাভেলস এর মালিক দেবব্রত ঘোষ। গ্রেফতার করল বিধান নগর সাইবার শাখার পুলিশ আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্র মারফত খবর গত 7.8.21 তারিখে সল্টলেকের বিএফ ব্লকের বাসিন্দা কৃষাণ দেও আগরওয়াল টুর এন্ড ট্রাভেলস সংস্থা থেকে ট্রেনের টিকিট বুক করার জন্য অগ্রিম 2000 টাকা অনলাইন অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করেছিল, পরবর্তী সময়ে ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় ফ্লাইট এর টিকিট এর জন্য 53 হাজার টাকা ওই সংস্থাকে অনলাইন অ্যাপসের মাধ্যমে দেয়।