স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে আক্রান্ত স্বামী! স্ত্রীর পরকীয়ায় প্রতিবাদ! যার জেরে আক্রান্ত হতে হল স্বামীকে।এমন অভিযোগ উঠল সাহাগঞ্জের ঝাঁপপুকুর এলাকায়। অভিযোগের তীর স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। জানা গেছে, মারের চোটে স্বামীর চোখে কালসিটে পড়েছে, পাশাপাশি দুটি সেলাইও দিতে হয়েছে।
সূত্রের খবর, স্বামীর নাম বিমল রায়। অভিযোগ, তাঁর স্ত্রী স্ত্রী পাড়ারই এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন বিমল। আর তার অনুপস্থিতিতেই লক্ষ্মণ মন্ডল নামে ওই প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। কয়েকদিন আগে সেকথা জানতে পারেন বিমল রায়। জানাতে পাড়ার পরই দুজনকে মেলামেশা করতে বারণ করেন।
এমনকি দুদিন আগে আবার যুগলকে পুকুর পাড়ে বসে গল্প করতে দেখে ফেলে বিমল রায়ের নাবালক ছেলে। এরপর রবিবার রাতে সে লক্ষ্মণ মন্ডলকে বারণ করতে যায়। তখন তাকে রাস্তাতেই মারধর করতে শুরু করে লক্ষ্মণ মন্ডল। এরপর বিমল রায় সেখানে গেলে, তাঁর মুখেও ঘুষি মারেন লক্ষ্মণ। মারের চোটে বিমাল রায়ের চোখের তলা ফেটে যায়। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন লক্ষন মন্ডলের স্ত্রী।
আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক
উল্লেখ্য, স্ত্রীর পরকীয়ায় প্রতিবাদ! যার জেরে আক্রান্ত হতে হল স্বামীকে। এমন অভিযোগ উঠল সাহাগঞ্জের ঝাঁপপুকুর এলাকায়। অভিযোগের তীর স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। জানা গেছে, মারের চোটে স্বামীর চোখে কালসিটে পড়েছে, পাশাপাশি দুটি সেলাইও দিতে হয়েছে।
সূত্রের খবর, স্বামীর নাম বিমল রায়। অভিযোগ, তাঁর স্ত্রী স্ত্রী পাড়ারই এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন বিমল। আর তার অনুপস্থিতিতেই লক্ষ্মণ মন্ডল নামে ওই প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। কয়েকদিন আগে সেকথা জানতে পারেন বিমল রায়। জানাতে পাড়ার পরই দুজনকে মেলামেশা করতে বারণ করেন।
এমনকি দুদিন আগে আবার যুগলকে পুকুর পাড়ে বসে গল্প করতে দেখে ফেলে বিমল রায়ের নাবালক ছেলে। এরপর রবিবার রাতে সে লক্ষ্মণ মন্ডলকে বারণ করতে যায়। তখন তাকে রাস্তাতেই মারধর করতে শুরু করে লক্ষ্মণ মন্ডল। এরপর বিমল রায় সেখানে গেলে, তাঁর মুখেও ঘুষি মারেন লক্ষ্মণ। মারের চোটে বিমাল রায়ের চোখের তলা ফেটে যায়। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন লক্ষন মন্ডলের স্ত্রী।