শ্বশুরবাড়ির অত্যাচারের ফলে কলকাতা পালিয়ে আসা গৃহবধূকে উদ্ধার করল লেকটাউন থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন গালাই এলাকায় গৃহবধূ প্রতিমা বাঁশি স্বামী ও শাশুড়ির অত্যাচার সহ্য না করতে পেরে পালিয়ে এলেন কলকাতায়। ইতস্ত ঘুরতে দেখে স্থানীয় লোকজন সন্দেহ হয়।
ওই গৃহবধূ যাতে কোন দুষ্কৃতির খপ্পরে না পড়ে যায় তাই স্থানীয় লোকজন খবর দেয় লেকটাউন থানায় পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে মধ্যমগ্রাম হোমে পাঠিয়ে দেয় পুলিশে জেরায় গৃহবধূ জানায় তার তিন বছর আগে সুকুমার বাঁশি যার পঞ্চাশ বছর বয়স তার সাথে বিয়ে হয় এরপর নানান বিষয়ে সংসারে অশান্তি হতো তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন তার শাশুড়ি লক্ষ্মী বাঁশি ও স্বামী সুকুমার বাঁশি তাই নিজেকে বাঁচাতে কাজের খোঁজে গ্রাম ছেড়ে কলকাতায় পাড়ি দিলেন তিনি তবে কোন পরিচিত লোক না থাকায় এইদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন তিনি কোন নারী পাচারের খপ্পরে যাতে না পড়ে যায় তাই স্থানীয় লোকজন তাকে লেকটাউন থানার পুলিশের হাতে তুলে দেয়।
আরও পড়ুন – কাঁথি পুরসভা ডেপুটেশন দিতে এসে কাউন্সিলরের হাতে শ্লীলতাহানি শিকার এক মহিলা
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন গালাই এলাকায় গৃহবধূ প্রতিমা বাঁশি স্বামী ও শাশুড়ির অত্যাচার সহ্য না করতে পেরে পালিয়ে এলেন কলকাতায়। ইতস্ত ঘুরতে দেখে স্থানীয় লোকজন সন্দেহ হয়। ওই গৃহবধূ যাতে কোন দুষ্কৃতির খপ্পরে না পড়ে যায় তাই স্থানীয় লোকজন খবর দেয় লেকটাউন থানায় পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে মধ্যমগ্রাম হোমে পাঠিয়ে দেয়।
পুলিশে জেরায় গৃহবধূ জানায় তার তিন বছর আগে সুকুমার বাঁশি যার পঞ্চাশ বছর বয়স তার সাথে বিয়ে হয় এরপর নানান বিষয়ে সংসারে অশান্তি হতো তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন তার শাশুড়ি লক্ষ্মী বাঁশি ও স্বামী সুকুমার বাঁশি তাই নিজেকে বাঁচাতে কাজের খোঁজে গ্রাম ছেড়ে কলকাতায় পাড়ি দিলেন তিনি তবে কোন পরিচিত লোক না থাকায় এইদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন তিনি কোন নারী পাচারের খপ্পরে যাতে না পড়ে যায় তাই স্থানীয় লোকজন তাকে লেকটাউন থানার পুলিশের হাতে তুলে দেয়। শ্বশুরবাড়ির অত্যাচারের