অমরনাথ যাত্রায় আচমকা মেঘভাঙা বৃষ্টি , মৃত ১৩, নিখোঁজ বহু

অমরনাথ যাত্রায় আচমকা মেঘভাঙা বৃষ্টি , মৃত ১৩, নিখোঁজ বহু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অমরনাথ যাত্রায় আচমকা মেঘভাঙা বৃষ্টি , মৃত ১৩, নিখোঁজ বহু। মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেল ভারতের অমরনাথ গুহা সংলগ্ন অঞ্চল। এই ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো ১৩ জনের মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে। এখনো নিখোঁজ ৫০এর বেশি। মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আলো স্বল্পতার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।দুর্ঘটনার সময় অমরনাথ গুহা ও তাবুর মাঝে বালতালে অবস্থান করছিলেন প্রায় বারো হাজার পুন্যার্থী।

 

ঘটনার পরই আইটিবিপি এবং এনডিআরএফ দলও মোতায়েন করা হয়। উপস্থিত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন হঠাৎ জলোচ্ছ্বাসে বেশ কয়েকটি লঙ্গর ও তাবুও ভেসে গিয়েছে বলে খবর। পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।অমরনাথ বেস ক্যাম্পে নিরাপত্তা বাহিনী ইন্দো তিব্বত বর্ডার পুলিশও উদ্ধারকাজে যোগ দিয়েছে। প্রাথমিকভাবে আইটিবিপির তরফে জানানো হয়, এই ঘটনায় বেশ কিছু প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও কিছু স্পষ্ট নয়।উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

আরও পড়ুন – ইদ -উল- আযহা উপলক্ষ্যে ভারত- বাংলাদেশ বৈদেশিক বানিজ্য স্থগিত সপ্তাহব্যাপী

এনডিআরএফের(ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) ডিজি অতুল গাড়ওয়াল বলেন, উদ্ধারকাজে চ্যালেঞ্জ হচ্ছে আবহাওয়া। ভৌগোলিক অবস্থান এবং উচ্চতার চ্যালেঞ্জও রয়েছে। কিন্তু আমাদের জওয়ানরা ভালো প্রশিক্ষিত। রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। উদ্ধারের পর আহতদের হেলিকপ্টারে স্থানীয় মেডিকেল ক্যাম্পে নেয়া হচ্ছে।বিএসএফ, সিআরপির মেডিকেল টিমও সেখানে উপস্থিত রয়েছে।অন্যান্য দলের সঙ্গে আইটিবিপিও সেই কাজে যোগ দিয়েছে।

 

প্রশাসন জানিয়েছে, ইথিমধ্যে এক লাখেরও বেশি পুন্যার্থী অমরনাথ গুহা দর্শন করে ফিরে গিয়েছেন। চলতি বছর ৩০ জুন শুরু হয় অমরনাথ যাত্রা। যাত্রা শুরুর পর থেকেই আবহাওয়ার কারনে বারবার চ্যালেঞ্জের মুখে পড়ে অমরনাথ যাত্রা। বিরূপ আবহাওয়ার জন্য দিন দুয়েক আগে যাত্রা স্থগিত করে দেয় স্থানীয় প্রশাসন। আবহাওয়ার উন্নতি হওয়ায় শুক্রবার থেকেই ফের অমরনাথ দর্শনে যাত্রার অনুমতি পান পুন্যার্থীরা। ঘটনার পরে পহলগামের নুনওয়ান বেস ক্যাম্প এবং গান্দেরবাল জেলার বালতালে যাত্রার অপেক্ষায় আটকে পড়েছে প্রায় ১৫হাজার পুন্যার্থী। তাদের উদ্দ্যেশ্যে বিশেষ নির্দেশ জারি করা হয়ছে। দূর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top