অব্যহতি চেয়ে দলকে চিঠি সিপিএমের ৫ সদস্যর

অব্যহতি চেয়ে দলকে চিঠি সিপিএমের ৫ সদস্যর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অব্যহতি চেয়ে দলকে চিঠি সিপিএমের ৫ সদস্যর। যখন সমগ্র রাজ্য সিপিএমের ভরাডুবি,যখন একের পর এক নির্বাচনে বিপুল পরাজয়,ঠিক তখন দলে আরোও বড় ঝটকা দার্জিলিং জেলা সিপিএমের। দলের কাজে অখুশি একজন বর্ষীয়ান সিপিএম নেতা পার্থ মৈত্র সহ চার যুব কর্মি।জ্যোতি দে সরকার,উজ্জ্বল ঘোষ,বিপুল ঘোষ, বিজয় চৌধুরি,অরিজিৎ গাঙ্গুলি।হটাৎ করে দল থেকে অব্যাহতি চাওয়ায় বিপাকে দল।তবে তাদের অব্যহতির বিষয় নিয়ে কিছু বলতে চাননি বাম নেতা অশোক ভট্টাচার্য।

 

শনিবার পার্থ মৈত্র সহ ওই চার সক্রিয় সিপিএম সদস্য অব্যহতি চেয়ে তাদের দলীয় দপ্তরে লিখিত আবেদন জানান।পার্থ মৈত্র অভিযোগ করেন যে,দলে নতুনদের কোন জায়গা নেই।সিন্ডিকেট ভাবে কিছু বর্ষিয়ান নেতা তাদের মর্জি মতো দলকে পরিচালনা করছে।ইয়েস ম্যানরাজনীতি চলছে দলের মধ্য। অন্যদিকে এই বিষয়ে কোন মন্ত্যব্য করতে নারাজ সিপিএম (বাম)নেতা অশোক ভট্টাচার্য।

আরও পড়ুন – ইদ -উল- আযহা উপলক্ষ্যে ভারত- বাংলাদেশ বৈদেশিক বানিজ্য স্থগিত সপ্তাহব্যাপী

উল্লেখ্য, যখন সমগ্র রাজ্য সিপিএমের ভরাডুবি,যখন একের পর এক নির্বাচনে বিপুল পরাজয়,ঠিক তখন দলে আরোও বড় ঝটকা দার্জিলিং জেলা সিপিএমের। দলের কাজে অখুশি একজন বর্ষীয়ান সিপিএম নেতা পার্থ মৈত্র সহ চার যুব কর্মি।জ্যোতি দে সরকার,উজ্জ্বল ঘোষ,বিপুল ঘোষ, বিজয় চৌধুরি,অরিজিৎ গাঙ্গুলি।হটাৎ করে দল থেকে অব্যাহতি চাওয়ায় বিপাকে দল।তবে তাদের অব্যহতির বিষয় নিয়ে কিছু বলতে চাননি বাম নেতা অশোক ভট্টাচার্য।

 

শনিবার পার্থ মৈত্র সহ ওই চার সক্রিয় সিপিএম সদস্য অব্যহতি চেয়ে তাদের দলীয় দপ্তরে লিখিত আবেদন জানান।পার্থ মৈত্র অভিযোগ করেন যে,দলে নতুনদের কোন জায়গা নেই।সিন্ডিকেট ভাবে কিছু বর্ষিয়ান নেতা তাদের মর্জি মতো দলকে পরিচালনা করছে।ইয়েস ম্যানরাজনীতি চলছে দলের মধ্য। অন্যদিকে এই বিষয়ে কোন মন্ত্যব্য করতে নারাজ সিপিএম (বাম)নেতা অশোক ভট্টাচার্য

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top