ফের শিলিগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট পর্ব মেটার পরেই সংক্রমণ ছড়াচ্ছে। তাহলে কি চতুর্থ ঢেউয়ের কবলে শিলিগুড়ি? উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর কোভিড ব্লকেই অন্তত ২০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এছাড়া বেসরকারি হাসপাতালেও চিকিৎসা চলছে আক্রান্তদের। মেডিকেল কলেজ এর এক পড়ুয়াও আক্রান্ত হয়েছে করনাই । তাঁর সংস্পর্শে আসা অন্যদেরও সোয়াবের নমুনা নেওয়া হবে। এখনও পর্যন্ত মেডিকেলে ১০ জন আক্রান্ত হয়েছে।
যদিও তাঁরা সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ডিন সন্দীপ সেনগুপ্ত জানান, কোভিড বিধি কার্যত উধাও হয়ে গিয়েছে , সবাইকে মাস্ক পরেই বাইরে বেরতে হবে। হ্যান্ড স্যানিটাইজার নিয়মিত ব্যবহার করতে হবে। আবারও তা অভ্যেসে পরিণত করতে হবে। ভিড় এড়িয়ে চলাই ভালো। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো ব্যবস্থা যথেষ্টই রয়েছে। চতুর্থ ঢেউ এলে তা মোকাবিলা করা যাবে।
আরও পড়ুন – ইদ -উল- আযহা উপলক্ষ্যে ভারত- বাংলাদেশ বৈদেশিক বানিজ্য স্থগিত সপ্তাহব্যাপী
উল্লেখ্য, ফের শিলিগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট পর্ব মেটার পরেই সংক্রমণ ছড়াচ্ছে। তাহলে কি চতুর্থ ঢেউয়ের কবলে শিলিগুড়ি? উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর কোভিড ব্লকেই অন্তত ২০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এছাড়া বেসরকারি হাসপাতালেও চিকিৎসা চলছে আক্রান্তদের। মেডিকেল কলেজ এর এক পড়ুয়াও আক্রান্ত হয়েছে করনাই । তাঁর সংস্পর্শে আসা অন্যদেরও সোয়াবের নমুনা নেওয়া হবে।
এখনও পর্যন্ত মেডিকেলে ১০ জন আক্রান্ত হয়েছে। যদিও তাঁরা সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ডিন সন্দীপ সেনগুপ্ত জানান, কোভিড বিধি কার্যত উধাও হয়ে গিয়েছে , সবাইকে মাস্ক পরেই বাইরে বেরতে হবে। হ্যান্ড স্যানিটাইজার নিয়মিত ব্যবহার করতে হবে। আবারও তা অভ্যেসে পরিণত করতে হবে। ভিড় এড়িয়ে চলাই ভালো। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো ব্যবস্থা যথেষ্টই রয়েছে। চতুর্থ ঢেউ এলে তা মোকাবিলা করা যাবে।