তৃণমূল কর্মীদের মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ISF এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের বাগান আইটে এই ঘটনায় গুরুতর জখম হয়েছে একজন ও আহত হয়েছে আরো দুই তৃণমূল কর্মী তবে ঘটনার সূত্রপাত টোটো গাড়ি ও মোটরসাইকেলের এক্সিডেন্ট নিয়ে তবে স্থানীয় সূত্রে খবর বাগান আইট মোড়ে একটি মোটরসাইকেলে ও টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় টোটো চালক ও মোটরসাইকেল আরোহীর প্রথমে বচসা বাধে এই ঘটনায় অ্যাক্সিডেন্টের পরে এবার রাজনীতির রূপ ধারণ করে।
এই ঘটনায় তৃণমূল কর্মীদের অভিযোগ এক টোটো চালক তৃণমূল কর্মী তাকে মেরে কান ফাটিয়ে দেওয়া হয় এই ঘটনায় গুরুতর জখম ওই টোটো চালক তবে আহত হয়েছে আরো দুজন অভিযোগের তীর ISF এর বিরুদ্ধে এই ঘটনায় আই এস এফ এর বিরুদ্ধে ভাঙ্গড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কর্মীরা। বিউরো রিপোর্ট tv5বাংলা। আইএসএফএক কোনো প্রতিক্রিয়া নেই তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙ্গড় থানার পুলিশ।
আরও পড়ুন- চোপড়া,বন দপ্তরের উদ্যোগে এলাকায় চারা গাছ বিতরণ
উল্লেখ্য, তৃণমূল কর্মীদের মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ISF এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের বাগান আইটে এই ঘটনায় গুরুতর জখম হয়েছে একজন ও আহত হয়েছে আরো দুই তৃণমূল কর্মী তবে ঘটনার সূত্রপাত টোটো গাড়ি ও মোটরসাইকেলের এক্সিডেন্ট নিয়ে তবে স্থানীয় সূত্রে খবর বাগান আইট মোড়ে একটি মোটরসাইকেলে ও টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় টোটো চালক ও মোটরসাইকেল আরোহীর প্রথমে বচসা বাধে এই ঘটনায় অ্যাক্সিডেন্টের পরে এবার রাজনীতির রূপ ধারণ করে এই ঘটনায় তৃণমূল কর্মীদের অভিযোগ এক টোটো চালক তৃণমূল কর্মী তাকে মেরে কান ফাটিয়ে দেওয়া হয় এই ঘটনায় গুরুতর জখম ওই টোটো চালক তবে আহত হয়েছে আরো দুজন অভিযোগের তীর ISF এর বিরুদ্ধে এই ঘটনায় আই এস এফ এর বিরুদ্ধে ভাঙ্গড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কর্মীরা। বিউরো রিপোর্ট tv5বাংলা। আইএসএফএক কোনো প্রতিক্রিয়া নেই তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙ্গড় থানার পুলিশ।