দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ধামসা মাদল নিয়ে বিজয় মিছিল

দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ধামসা মাদল নিয়ে বিজয় মিছিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দ্রৌপদি মুর্মু দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খুশিতে বিজয় মিছিল করা হল ইটাহারে। এদিন আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের ইটাহার ব্লক কমিটির তরফে ইটাহারের রাস্তায় এই মিছিলের আয়োজন করে সংগঠনের তরফে। বিজয় মিছিলটি সমগ্র ইটাহার চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে ইটাহার শহর পরিক্রমা করে। জানাযায়, আদিবাসী সম্প্রদায়ের কোন মানুষ এই প্রথম দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ তথা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

তাই আদিবাসী জনজাতির মুখ হিসেবে দ্রৌপদি মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খুশিতে আদিবসী সেঙ্গেল অভিযান ইটাহার ব্লক কমিটির তরফে ধামসা মাদল বাজিয়ে ইটাহারের রাস্তায় বিজয় মিছিলে সামিল হয় সংগঠনের বেশকিছু নেতৃত্ব ও কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সভাপতি দূর্গা মুর্মু, ব্লক নেতৃত্ব প্রভাস টুডু সহ অন্যান্যরা।

 

এই বিষয়ে আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের জেলা সভাপতি দূর্গা মুর্মু জানান, আজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিজয় মিছিল করছি কারন আমাদের দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের মহিলা দ্রৌপদি মুর্মু। আদিবাসী সম্প্রদায়ের মানুষ কখবো আগে কখনো এতবড় পদ পাননি। ফলে আমারা খুব খুশি। তাই আজকের এই বিজয় মিছিলের আয়োজন।

আরও পড়ুন – ভরা বর্ষায় দেখা নাই বৃষ্টির, প্রখর তাপদাহে বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে সবজি সহ বিভিন্ন ফসল

উল্লেখ্য, দ্রৌপদি মুর্মু দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খুশিতে বিজয় মিছিল করা হল ইটাহারে। এদিন আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের ইটাহার ব্লক কমিটির তরফে ইটাহারের রাস্তায় এই মিছিলের আয়োজন করে সংগঠনের তরফে। বিজয় মিছিলটি সমগ্র ইটাহার চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে ইটাহার শহর পরিক্রমা করে। জানাযায়, আদিবাসী সম্প্রদায়ের কোন মানুষ এই প্রথম দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ তথা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই আদিবাসী জনজাতির মুখ হিসেবে দ্রৌপদি মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খুশিতে আদিবসী সেঙ্গেল অভিযান ইটাহার ব্লক কমিটির তরফে ধামসা মাদল বাজিয়ে ইটাহারের রাস্তায় বিজয় মিছিলে সামিল হয় সংগঠনের বেশকিছু নেতৃত্ব ও কর্মীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top