খাদ্য দপ্তরে এস আই পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

খাদ্য দপ্তরে এস আই পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খাদ্য দপ্তরে এস আই পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ হাবড়ার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে এই টাকা নেওয়া হয়েছে বলে দাবি প্রতারিতদের । ঘটনায় গত বছর নভেম্বর মাসে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন প্রতারিত হওয়া অশোকনগরের একটি পরিবার।

 

অভিযোগের মাস খানেক বাদে অভিযুক্তকে থানায় ডেকে এনে তার একটি মুচলেখা নেওয়া হয় যেখানে সে চার মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করবে বলে উল্লেখ করেছেন বলে দাবি প্রচারিত হওয়া পরিবারের। তবে তারপর থেকে সেই টাকা শোধ করেনি, ফোনও ধরছেন না বলে অভিযোগ। অবশেষে প্রতারিত হওয়া পরিবার টাকা ফেরত চেয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন।

 

অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম অমিত সাহা ওরফে ফেলা, বাড়ি হাবড়ার বাণীপুর এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ ২০১৮ সালের নভেম্বর মাস থেকে ২০২২ এর মার্চ মাস পর্যন্ত অশোকনগরের একটি পরিবারের কাছ থেকে চেক ও নগদে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এ নিয়ে মন্ত্রীর সঙ্গেও ওই পরিবার দেখা করলে টাকা ফেরতের ব্যাপারে বা অভিযুক্তির বিষয়ে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন – ডায়মন্ড হারবার এর মোটর ভেহিকেলস এর RTI বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

যদিও গোটা ঘটনায় তৃণমূলের তরফে কোনরকম প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। প্রতারিত হওয়া অশোকনগরের বাসিন্দা গোপাল দাস জানায় তার মেয়ে বিবাহ বিচ্ছিন্না শ্রেয়া দাসকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এই টাকা নেয় অভিযুক্ত। তাদের অভিযোগ আরো একাধিক মানুষের কাছ থেকে অভিযুক্ত টাকা হাতিয়ে নিয়েছে। গোপালের ব্যাঙ্কে গচ্ছিত টাকা ও মেয়ে শ্রেয়ার বিয়ের গয়না বিক্রি করে এই টাকা দেওয়া হয়। অভিযুক্তের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।ফোনেও যোগাযোগ করা হলে কথা বলতে চাননি ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top