শিলিগুড়ি পুর নিগমের পরিষেবা তলানিতে, হয়রানির শিকার সাধারন মানুষ

শিলিগুড়ি পুর নিগমের পরিষেবা তলানিতে, হয়রানির শিকার সাধারন মানুষ । দ্রুত পরিষেবা স্বাভাবিক না হলে আন্দোলনের হুমকি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন এর । রাজ্যের শাসক দল হয়েও পুর পরিষেবা দিতে ব্যর্থ শিলিগুড়ি পুরসভা।বকেয়া বার্ধক্য , বিধবা ভাতা। মুখ থুবরে পরেছে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেটের দেওয়ার পরিষেবা । মাইনে পাচ্ছে না পুরো নিগম অস্থায়ী জঞ্জাল কর্মিরা। পুরসভার উদাশীনতার কারনে শহরে বারছে ডেঙ্গু।

 

অমিত জৈন অভিযোগ করেন তৃনমুলের মধুচন্দ্রিমার সময় পার হয়েছে। তারা সম্পুর্ন ভাবে ব্যর্থ পুর পরিষেবা দিতে। আগামী ৭দিনের মধ্য যদি পরিষেবা ঠিক না হয় তাহলে কর্পরেশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। বিরোধীদের তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি জানান, সঠিক তথ্য না জেনেই প্রচারে আসার জন্যই এমন মন্ত্যব্য তাদের। তবে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য জন্ম ও মৃত্যু সার্টিফিকেট পরিশেবা বিঘ্নিত হচ্ছে। তা দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।

আরও পড়ুন – ডায়মন্ড হারবার এর মোটর ভেহিকেলস এর RTI বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

উল্লেখ্য, শিলিগুড়ি পুর নিগমের পরিষেবা তলানিতে, হয়রানির শিকার সাধারন মানুষ । দ্রুত পরিষেবা স্বাভাবিক না হলে আন্দোলনের হুমকি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন এর । রাজ্যের শাসক দল হয়েও পুর পরিষেবা দিতে ব্যর্থ শিলিগুড়ি পুরসভা।বকেয়া বার্ধক্য , বিধবা ভাতা। মুখ থুবরে পরেছে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেটের দেওয়ার পরিষেবা । মাইনে পাচ্ছে না পুরো নিগম অস্থায়ী জঞ্জাল কর্মিরা। পুরসভার উদাশীনতার কারনে শহরে বারছে ডেঙ্গু।

 

অমিত জৈন অভিযোগ করেন তৃনমুলের মধুচন্দ্রিমার সময় পার হয়েছে। তারা সম্পুর্ন ভাবে ব্যর্থ পুর পরিষেবা দিতে। আগামী ৭দিনের মধ্য যদি পরিষেবা ঠিক না হয় তাহলে কর্পরেশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। বিরোধীদের তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি জানান, সঠিক তথ্য না জেনেই প্রচারে আসার জন্যই এমন মন্ত্যব্য তাদের। তবে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য জন্ম ও মৃত্যু সার্টিফিকেট পরিশেবা বিঘ্নিত হচ্ছে। তা দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।