শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শালীনতা হানীর অভিযোগ

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শালীনতা হানীর অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শালীনতা হানীর অভিযোগ । শিক্ষক হলেন ছাত্রছাত্রীদের অভিভাবক অর্থাৎ মানুষ গড়ার কারিগর। শিক্ষকের হাতে ছাত্রছাত্রীদের দায়িত্ব দিয়ে মা- বাবারা নিশ্চিত হন। কিন্তু, সেই শিক্ষক যদি ছাত্রীর শালীনতা হানীর করেন বা চেষ্টা করেন তা খবর হয়। তাতেই সমালোচনার ঝড় বয়ে যায়। উত্তাল হয় ছাত্রছাত্রী ও তাদের অবিভাবকেরা। শনিবার এই রকম ভাবে এক শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীর শালীনতা হানীর অভিযোগ উঠলো ডুয়ার্সের মেটেলি এলাকায়।। তাতেই স্কুলের পড়ুয়া ও অবিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। শিক্ষকের বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ হয়। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরে ক্ষোভ প্রশমিত হয়।

 

জানাগেছে, মেটেলি এলাকার ইন্ডং মোরে রাস্ট্র ভাষা উচ্চ বিদ্যালয় নামের এক হিন্দি মাধ্যমের স্কুল রয়েছে। আশেপাশের চাবাগানের শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা এই স্কুলে পড়েন। শুক্রবার ওই স্কুলের এক শিক্ষক বিকাশ সিং নবম শ্রেণির এক ছাত্রীর প্রতি অশালীন আচরণ করে বলে অভিযোগ।

 

প্রাথমিক ভাবে ওই ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক রমেশ সিং’য়ের কাছে অভিযোগ জানান। পরে ছাত্রীর অবিভাবকেরা এলে প্রধান শিক্ষক বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ওই ছাত্রীকে টি,সি দেওয়ার কথা জানান বলে অভিযোগ। যদিও স্কুলের প্রধান শিক্ষক পরে জানান, এবিষয়ে কোন লিখিত অভিযোগ ছিল না। তবে আজ এবিষয়ে এক আলোচনা সভার কথা বলা হয়েছিল। কিন্তু, আজ সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। শনিবার জানান এই খবর জানাজানি হতেই শনিবার স্কুলের ছাত্রছাত্রী ও অবিভাবকদের একাংশ ক্ষোভে ফেটে পড়ন। দফায় দফায় স্কুলে বিক্ষোভ দেখায়। থানায় বিক্ষোভ দেখায়। পরে ওই কন্যার মা থানায় লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন – সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যে ও বাড়ছে হ্যাকার দের দৌরাত্ম

বিক্ষোভ রত পড়ুয়াদের অভিযোগ এই শিক্ষক আগেও অনেক এজাতীয় ঘটনা ঘটিয়েছে। আমরা উপযুক্ত শান্তি চাই। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকরা। তিনি বিক্ষোভ রত পড়ুয়াদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেন। থানায় গিয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। পরে শ্রী লাকরা বলেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। ভবিষ্যতে যাতে এইরকম ঘটনা না ঘটে তার ব্যবস্থা নিতে হবে”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top