সুজিত বসুর উপস্থিতিতে আয়োজিত হলো চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো। আজকে চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এবার ৭৮ তম বছর। এবছরের থিম জাপান। সিদুঁর খেলার মধ্যে দিয়ে সূচনা হল এবারের পূজো। উপস্থিত ছিলেন চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সাংসদ ডাক্তার শান্তনু সেন, ছিলেন মাননীয় মন্ত্রী শশী পাঁজা, দমকল মন্ত্রী সুজিত বসু।
ছিলেন চালতাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মূখ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। সূদুর বেলজিয়ামের বিদেশিনী রাও যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে।