ঘোলা জলের পাত্র নিয়ে মেদিনীপুর পৌরসভার সামনে ধরনা অবস্থান কাউন্সিলর ও বাসিন্দাদের

ঘোলা জলের পাত্র নিয়ে মেদিনীপুর পৌরসভার সামনে ধরনা অবস্থান কাউন্সিলর ও বাসিন্দাদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ঘোলা জলের পাত্র নিয়ে মেদিনীপুর পৌরসভার সামনে ধরনা অবস্থান কাউন্সিলর ও বাসিন্দাদের। মেদিনীপুর পৌরসভা এলাকার ২১ নম্বর ওয়ার্ডে গত তিন বছর ধরে পানীয় জলের সমস্যা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনটি সাবমারসিবল বিকল হওয়ার কারণে ঘোলা জল উঠছে। বহুবার আবেদন নিবেদন করেও সমাধান হয়নি। মঙ্গলবার, নবনির্বাচিত কংগ্রেসের কাউন্সিলর, জোটের বাম কাউন্সিলররা ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে নিয়ে ধরণা অবস্থান শুরু করলেন মেদিনীপুর পৌরসভার সামনে। জলের পাত্র ও ঘোলা জল বোতলে ভর্তি করে তারা অবস্থান বিক্ষোভ দেখান মঙ্গলবার বিকেল থেকে। এই ওয়ার্ডে পানীয় জলের জন্য কয়েক বছর আগে তিনটি সাবমারসিবল বসানো হয়েছিল।

 

কিন্তু, অল্পদিনেই ওই সাবমারসিবলগুলো থেকে ঘোলা জল বের হতে শুরু করে। ওয়ার্ডের বাসিন্দারা প্রথমে কোনোভাবে সেই জল চালিয়ে নেয়। তারা অভিযোগ জানান তৎকালীন স্থানীয় শাসকদলের কাউন্সিলরকে। কিন্তু কোন সুরাহা হয়নি। এরপর বাসিন্দারা এলাকার বিভিন্ন ব্যক্তিদের নিজস্ব সাবমারসিবল থেকে বিভিন্ন পদ্ধতিতে জল সংগ্রহ করে চালিয়ে নিচ্ছিলেন। তারা ঘোলা জল কোনভাবে ছেঁকে ব্যবহার করছিলেন। তিন বছর ধরে এই সমস্যার পর গত ছ’মাস ধরে পরিস্থিতি আরও বেড়ে যায়। ওই পানীয় জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। কাদা জল উঠতে শুরু করে। ওয়ার্ডের বাসিন্দা নীলা খাতুন বলেন, ‘আমরা বহুবার বলেছি কোন পদক্ষেপ কেউই নেয়নি। তাই, নতুন কাউন্সিলরকে আবার জানিয়েছিলাম। তারপরও এখনও পর্যন্ত কোন সমাধান হয়নি।

 

ছয় মাস ধরে যে জল পড়ছে তা ব্যাবহার অযোগ্য’। ওয়ার্ডের কুমারপাড়া এলাকার বাসিন্দা অসীমা চৌধুরী বলেন, ‘তিন বছর ধরে প্রশাসনের দুয়ারে ঘুরেছি আমরা। আগের কাউন্সিলরকে বহুবার বলা হয়েছিল। কেউই উদ্যোগ নেয়নি। এখানে-সেখানে জল সংগ্রহ করে চালাচ্ছিলাম। এখন তাও সম্ভব হয় না’। বিষয়টি নিয়ে নতুন কংগ্রেসের কাউন্সিলর মোঃ সাইফুল মেদিনীপুর পৌরসভাতে জানিয়েও ছিলেন বলে তিনি জানান। তারপরও পদক্ষেপ না নেওয়াতে মঙ্গলবার তিনটের পর মেদিনীপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে নিয়ে জোট সঙ্গী বাম কাউন্সিলরদের সাথে এই ধরণা অবস্থান শুরু করেন পৌরসভার সামনে তিনি।

 

বিক্ষোভের সামনে রাখেন ঘোলা জলে ভরা বোতল। কাউন্সিলর মোঃ সাইফুল বলেন, মেলা খেলা সব করে যথেচ্ছ মোচ্ছাব চলছে। কিন্তু ওয়ার্ডের বাসিন্দাদের এই পানীয় জলসঙ্কটের কথা বারবার বললেও কোন পদক্ষেপ নিচ্ছে না পুরসভা। তাই বাধ্য হয়ে এই অবস্থান বিক্ষোভ শুরু করতে হয়েছে’। বাম কাউন্সিলর গোপাল ভট্টাচার্য বলেন, ‘এরকম ঘটনা অন্যান্য জায়গাতে হয়েছে। সাবমারসিবল বসানোর সময় সঠিক নিয়ম পদ্ধতি অবলম্বনে গুরুত্ব দেয়নি কেউ। তাই অল্পদিনেই সেটি খারাপ হয়ে যায়। বাসিন্দাদের ভোগান্তি অব্যাহত। সমাধান না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে’।

আরও পড়ুন – এবারের পুজোয়ে পুরুষদের ফ্যাশনেবল কিছু পোষাক

একইভাবে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সহ সভাপতি অরূপ দাস। তিনি বলেন, ‘সব জায়গাতেই দুর্নীতির কারণে এই বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মেদিনীপুর পৌরসভা পানীয় জলের মত গুরুত্বপূর্ণ পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ’। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি বলেন, ‘সাবমারসিবলগুলির সমস্যা হওয়ার কারণে এরকম ঘোলা জল বের হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেওয়া হবে সাবমারসিবলগুলি’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top