এবারের পুজোয়ে পুরুষদের ফ্যাশনেবল কিছু পোষাক

এবারের পুজোয়ে পুরুষদের ফ্যাশনেবল কিছু পোষাক । পুজোয় খাওয়া-দাওয়া, গল্প, আড্ডা, ঘুরতে যাওয়া, তার সাথে ফ্যাশনেবল উৎসবের পোশাক সব কিছু মিলিয়ে বেশ আনন্দে কাটে দিনগুলি। ফ্যাশন অথবা পুজোর ফ্যাশন, কথা উঠলে প্রথমত মেয়েদের কথাটাই মাথায় আসে, তাইতো! শাড়ি, লেহেঙ্গা, গয়না এসব বিষয়।তবে এর পাশাপাশি ছেলেরা আজ কম যায় না, সেটাও কি খেয়াল আছে? পুরুষরাও আজ ফ্যাশন জগতে দাপিয়ে বেড়াচ্ছেন। ঐতিহ্যবাহী পোশাক হোক অথবা ওয়েস্টার্ন পোশাক, সবেতেই এখন পুরুষরা নিজেদের ফ্যাশনেবল করে তুলেছেন।

 

ধুতি পাঞ্জাবি :
উৎসব মানেই তার একটা আলাদা আমেজ, পুজোর কটা দিনের মধ্যে একটা দিন অন্তত ধুতি-পাঞ্জাবি বাঙ্গালীদের পড়তেই হবে, না হলে যেন পুজোটাই সম্পূর্ণ হয় না। সব পোশাকের পাশাপাশি পুরুষদের শারদীয় উৎসবে পাঞ্জাবিই সেরা। ছেলেরা ষষ্ঠী তে শার্ট, টি-শার্ট প্যান্ট, সপ্তমীতে কুর্তা পাজামা, অষ্টমী এবং দশমীতে পরতে পারেন আপনার পছন্দের ধুতি পাঞ্জাবি। অষ্টমীতে অঞ্জলি দেওয়ার পাশাপাশি কব্জি ডুবিয়ে খাওয়ার মত অনুষ্ঠানে ধুতি-পাঞ্জাবি তে যে কোন পুরুষকে করে তুলবে সবচেয়ে বেশি আকর্ষণীয়।

 

ক্রপ ট্রাউজার :
মহিলাদের পাশাপাশি পুরুষরাও কিন্তু এই পোশাকে নিজেদের বেশ ফ্যাশনেবল করে তুলেছেন। গোড়ালি দেখা যাওয়া এই ধরনের প্যান্ট এখন প্রত্যেক পুরুষরাই ব্যবহার করছেন দৈনন্দিন জীবন থেকে উৎসবের দিন পর্যন্ত।এটাতে বেশি তারা স্বচ্ছন্দ বোধ করেন। আরামদায়ক এর পাশাপাশি বৃষ্টির হালকা জমা জলেও কিন্তু আপনার পোশাক সুরক্ষিত থাকবে। তার সাথে আপনার পছন্দের জুতোটাও কিন্তু আকর্ষণীয় লাগবে সবার চোখে। তবে পোশাকের পাশাপাশি জুতোর দিকটাও কিন্তু বিশেষ খেয়াল দেবেন।

আরও পড়ুন – ট্রেনে কাটা পরে দুই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া ধুম ডাঙ্গী এলাকায়

সিল্ক অথবা সাটিন পোশাক :
সাটিন ট্রাউজার, প্যাটার্ন্ড সিল্ক স্যুট, তার সাথে জ্যাকেট এইসব পুরুষদের পছন্দের তালিকায় থাকতে পারে।

পোশাকের রং বাছাই :
আপনি যদি পোশাকের রঙ নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করেন, তাহলে আপনার জন্য বেশকিছু রঙের কালেকশন রইল যেমন, লাল হলুদ নীল পুজোর রং না হলে, তাছাড়া পছন্দ করতে পারেন স্টোন, বেজ, বার্গান্ডি, ক্রিম, ধূসর, স্কাই ব্লু, অলিভ গ্রীন, ইত্যাদির মত আর্থ কালার আপনার পছন্দ হতে পারে।

ঢিলেঢালা পোশাক :
ঢিলেঢালা পোশাক এখন ফ্যাশন জগতে ট্রেন্ড করছে। স্লিম ফিট, স্টেটফিট, এইসব পোশাক বাজারে প্রচুর পরিমাণে থাকলেও ঢিলেঢালা পোশাকের কদর কিন্তু দিন দিন বেড়েই চলেছে।

 

কুর্তা পাজামা :
এই পোষাকেও আপনাকে বেশ মানাবে। এখন আবার বিভিন্ন কাটিং এর কুর্তা পেয়ে যাবেন অনায়াসেই। আপনার পছন্দের এবং শরীরের গঠন অনুযায়ী বেছে নিতে পারেন বিভিন্ন রকমের স্টাইলিশ কুর্তা। তবে কুর্তা শুধুমাত্র পাজামার সাথে পড়লেই যে হবে তা কিন্তু নয়, আপনি জিন্স এর সাথেও পড়তে পারেন অনায়াসেই। তাতে কিন্তু আপনার লুক আরো বেশি বেড়ে যাবে, আপনাকে আরো বেশি হ্যান্ডসাম লাগবে।

 

শার্ট :
শার্ট এর মাধ্যমে কিন্তু বরাবরই পুরুষরা একটু বেশি আকর্ষণীয় হয়়। কারণ ফুলহাতা শার্ট আপনার সম্পূর্ণ লুকটাই চেঞ্জ করে দিতে পারে। বিভিন্ন রকমের প্লেইন, ছাপা, অথবা চেক শার্ট আপনার উৎসবের পোশাক হিসেবে বেছে নিতে পারেন। টি-শার্ট এখন বৈচিত্র্যময় হয়ে উঠেছে। রংবেরঙের এবং বিভিন্ন স্টাইলের টি-শার্ট আপনার নজর কাড়বেই।

 

ওয়েস্টার্ন পোশাক :

ঐতিহ্যময় পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও কিন্তু উৎসবের দিনে হতে পারে আপনার প্রিয় পোশাক।

চুড়িদার পাঞ্জাবি :
কারুকার্য দিয়ে ভরা এই চুড়িদার পাঞ্জাবি আপনার পুজোতে পছন্দ হতেই পারে।তার সাথে সুন্দর ডিজাইনের ওড়না গলায় জড়ালে বেশ মানাবে আপনাকে।

জুতো :
পুজোর দিনগুলিতে কিন্তু বেশি হাঁটাচলা করতে হয়়, ঠাকুর দেখা থেকে প্যান্ডেল দেখা ও ঘোরাঘুরি, অনেক জায়গায় যেতে হয়়, বেশিরভাগ জায়গায় কিন্তু যেতে হবে হেঁটে। সেক্ষেত্রে জুতোটাা আরামদায়ক হলে বেশ ভালই হয়, তাইনা? স্টাইলিশ ‘শু’ অথবা ফ্যাশনেবল কোন জুতো আপনার পছন্দের পরতে পারেন। তবে সেটা যেন অবশ্যই আরামদায়ক হয়ে থাকে।