ব্যবসায়ীর উপরে দুষ্কৃতী হামলার প্রতিবাদে ২৪ ঘন্টা ব্যবসায়ী ধর্মঘটের ডাক। গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জেরে ব্যবসায়ীর উপরে হামলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টা ব্যবসা ধর্মঘটের ডাক ইটাহারে। বৃহস্পতিবার এই ধর্মঘট পালন করে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দূর্গাপুর লাইন বাজার ব্যবসায়ী সমিতি।
পাশাপাশি ধর্মঘট সফল করতে এলাকার রাস্তায় মিছিল ও বাইক র্যালী করে ব্যবসায়ীরা। জানাযায়, গত মঙ্গলবার দূর্গাপুর লাইন বাজার এলাকায় একটি দোকানের সামনে ছোট মাছের গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে দোকান মালিকের সাথে গাড়ি চালকের বচসা হয়। সেই সময় বিবাদ মিটে গেলেও গতকাল অর্থাৎ বুধবার দুপুরে হঠাৎ বেশকিছু দুষ্কৃতী বাইক নিয়ে গিয়ে দোকান মালিক ধনেশ্বর মোদকের ছেলে দীপ মোদক সহ দোকানের কর্মচারীকে বেধোরক মারধোর করে এবং দোকানের জীনিস ভাঙচুর করে ঘটনাস্থল থেকে চলে যায়। এমনকি প্রান নাশেরো হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় দূর্গাপুর এলাকায়।
গোটা ঘটনা ধরা পরে দোকানের সিসিটিভি ক্যামেরায়। এরপরি সমস্ত তথ্য নিয়ে দোকান মালিক ধনেশ্বর মোদক ইটাহার থানায় লিখিত অভিযোগ জানায় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। তবে দিনদুপুরে জনবহুল এলাকায় ব্যবসায়ীর উপরে হামলা ও প্রান নাশের হুমকির প্রতিবাদে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বৃহস্পতিবার দূর্গাপুর ব্যবসায়ী সমিতির তরফে ২৪ ঘন্টা ব্যবসা ধর্মঘটের ডাক দেয়। সেই মোতাবেক আজ সকাল থেকে দূর্গাপুর লাইন বাজারের সমস্ত দোকান বন্ধ রেখে ঘটনার প্রতিবাদ জানান দূর্গাপুর লাইন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপুল সরকারের নেতৃত্বে সমস্ত ব্যবসায়ীরা।
পাশাপাশি ধর্মঘট সফল করতে এলাকার রস্তায় মিছিল ও বাইক র্যালীও করে ব্যবসায়ীরা। খবর পেয়ে পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু সহ এক প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সাথে দীর্ঘক্ষন কথা বলে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্মঘটকে সমর্থন জানান। এদিনের ব্যবসা ধর্মঘটকে কেন্দ্র করে দূর্গাপুর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েম করা হয় ইটাহার থানার তরফে। বর্তমানে আতঙ্কে রয়েছেন এলাকার ব্যবসায়ীরা।