রাস্তার ধার থেকে অসুস্থ কিং কোবরা উদ্ধার। রাজ্য সড়কের পাশে আচমকাই দেখতে পাওয়া গেলো ১১ফুট কিং কোবরা। মঙ্গলবার দুপুরে মুর্তি থেকে খুনিয়া যাওয়ার রাস্তায় পাশে ওই সাপটি অসুস্থ অবস্থায় দেখতে পান স্থানীয় কিছু বাসিন্দা । খবর দেওয়া হয় চালসার সর্প প্রেমী দিবস রাইকে।
খবর পাওয়া মাত্র দিবস রাই এসে সাপটি উদ্ধার করে। তারপর ঘটনা স্থলে আসে মেটেলি থানার পুলিশ ও মুর্তি বিটের বনকর্মীরা। দিবস জানায়,কিং কোবরাটি অসুস্থ ছিল। মেটেলি থানার পুলিশ কিং কোবরাটিকে গরুমারা নর্থ রেঞ্জের কর্মীদের হাতে তুলে দেয়। কিং কোবরাটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতিপর্যবেক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। চিকিৎসার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
উল্লেখ্য, রাস্তার ধার থেকে অসুস্থ কিং কোবরা উদ্ধার। রাজ্য সড়কের পাশে আচমকাই দেখতে পাওয়া গেলো ১১ফুট কিং কোবরা। মঙ্গলবার দুপুরে মুর্তি থেকে খুনিয়া যাওয়ার রাস্তায় পাশে ওই সাপটি অসুস্থ অবস্থায় দেখতে পান স্থানীয় কিছু বাসিন্দা । খবর দেওয়া হয় চালসার সর্প প্রেমী দিবস রাইকে। খবর পাওয়া মাত্র দিবস রাই এসে সাপটি উদ্ধার করে।
তারপর ঘটনা স্থলে আসে মেটেলি থানার পুলিশ ও মুর্তি বিটের বনকর্মীরা। দিবস জানায়,কিং কোবরাটি অসুস্থ ছিল। মেটেলি থানার পুলিশ কিং কোবরাটিকে গরুমারা নর্থ রেঞ্জের কর্মীদের হাতে তুলে দেয়। কিং কোবরাটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতিপর্যবেক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।চিকিৎসার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়।