অভিনব ভাইফোঁটার উদ্দ্যোগ জলপাইগুড়িতে। সকাল সকাল স্নান করে ধোপদুরস্ত হয়ে আজির হয়েছিলেন। কিন্তু দেড় ঘন্টা সময়টা কোথায় দিয়ে পার হয়ে গেলো সেটা বুঝতেই পারলেন না ১০৪ বছরের গজেন্দ্র নারায়ন আচার্যও, ৮৭ বছরের বিনয় কুমার সরকার, ৭৬ বছরের প্রবোধ সরকারের মতো সত্তরোর্ধ্ব ১৫ জন বৃদ্ধ। তবে এই দেড় ঘন্টায় তারা যে ভালোবাসা এবং অনুভুতি নিয়ে গেলে সেটা তাদের জীবনের সঞ্চয় বলে জানিয়ে গেলেন প্রবীনেরা। বৃহস্পতিবার ভাতৃ দ্বিতীয়া উপলক্ষে জলপাইগুড়ি পান্ডাপাড়া কালিবাড়ি নবীন সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে এলাকার ১৫ জন বৃদ্ধকে নিয়ে করা অভিনব ভাইফোঁটার সাক্ষী থাকলো জলপাইগুড়ি শহর।
প্রতিবছর ভাই ফোঁটায় কিছু ব্যতিক্রমী করা হয়ে এই ক্লাবের উদ্দ্যোগতাদের পক্ষ থেকে। এর আগে সর্বধর্ম সমন্বয় ভাই ফোঁটার আয়োজন করা হয়েছিল। এর পরে কোরক হোমের আবাসিকদের নিয়ে এই আয়োজন করা হয়েছিল। এমনকি এলাকার বয়েস্ক মহিলারাও নাতিদের ফোঁটা দিয়েছিল।
এবার এলাকার বয়স্ক ব্যক্তিদের নিয়ে এই আয়োজন করা হয়। ফোঁটা হয়ে যাওয়ার পরে ১০৪ বছরের গজেন্দ্র নারায়ন আচার্য অভিব্যক্তি জানার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বয়সের ভারে তিনি শারীরিক ক্ষমতা কমে যাওয়ার পরেও তিনি বলেন আগে প্রতিবছর হতো। কিন্তু বোনেরা না থাকার জন্য আর হয় না। বৃদ্ধ বিনয় কুমার সরকার বলেন, আজকের অভিজ্ঞতা আগে কখন হয়নি। নাতির বয়সিসের হাতে ফোঁটা নিয়ে খুব ভালো লাগলো।
আরও পড়ুন – আইজ্যাক লিটন: বাংলা ওয়েব সিরিজে ভিন্নধর্মী গল্পের সূচনা
উল্লেখ্য, সকাল সকাল স্নান করে ধোপদুরস্ত হয়ে আজির হয়েছিলেন। কিন্তু দেড় ঘন্টা সময়টা কোথায় দিয়ে পার হয়ে গেলো সেটা বুঝতেই পারলেন না ১০৪ বছরের গজেন্দ্র নারায়ন আচার্যও, ৮৭ বছরের বিনয় কুমার সরকার, ৭৬ বছরের প্রবোধ সরকারের মতো সত্তরোর্ধ্ব ১৫ জন বৃদ্ধ। তবে এই দেড় ঘন্টায় তারা যে ভালোবাসা এবং অনুভুতি নিয়ে গেলে সেটা তাদের জীবনের সঞ্চয় বলে জানিয়ে গেলেন প্রবীনেরা। বৃহস্পতিবার ভাতৃ দ্বিতীয়া উপলক্ষে জলপাইগুড়ি পান্ডাপাড়া কালিবাড়ি নবীন সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে এলাকার ১৫ জন বৃদ্ধকে নিয়ে করা অভিনব ভাইফোঁটার সাক্ষী থাকলো জলপাইগুড়ি শহর। ভাইফোঁটার উদ্দ্যোগ