গণ ভাই ফোঁটা মুর্শিদাবাদের রানীনগরে। মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে রাণীনগর থানার ব্যবস্থাপনার গণ ভাইফোঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রাণীনগর থানার কালী পুজো প্যান্ডেলে। এলাকার প্রধান , সদস্যরা সহ বাজারের ব্যাবসায়ী, বাসিন্দা, পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মীদের ভাইফোটা দেন এলাকার মেয়েরা, পাশপাশি এদিনের ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়ারাও। এদিন ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন প্রত্যেক বোনেরা।
ভাইফোঁটার বিশেষ তিথিতে বেশ কয়েকটি রীতি পালন করেন ভাইবোনেরা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই ভাইফোঁটা৷ ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র এই ভাইফোঁটা উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। আর ভাইফোটার দিনে থানা প্রাঙ্গন অফিসে ভাইফোটা নিলেন ডোমকল এসডিপিও সেখ সামসুদ্দিন, সি আই প্রসুন খান, রানীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার থেকে এলাকার মানুষজনেরা।
আরও পড়ুন – আইজ্যাক লিটন: বাংলা ওয়েব সিরিজে ভিন্নধর্মী গল্পের সূচনা
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে রাণীনগর থানার ব্যবস্থাপনার গণ ভাইফোঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রাণীনগর থানার কালী পুজো প্যান্ডেলে। এলাকার প্রধান , সদস্যরা সহ বাজারের ব্যাবসায়ী, বাসিন্দা, পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মীদের ভাইফোটা দেন এলাকার মেয়েরা, পাশপাশি এদিনের ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়ারাও। এদিন ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন প্রত্যেক বোনেরা। ভাইফোঁটার বিশেষ তিথিতে বেশ কয়েকটি রীতি পালন করেন ভাইবোনেরা।
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই ভাইফোঁটা৷ ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র এই ভাইফোঁটা উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। আর ভাইফোটার দিনে থানা প্রাঙ্গন অফিসে ভাইফোটা নিলেন ডোমকল এসডিপিও সেখ সামসুদ্দিন, সি আই প্রসুন খান, রানীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার থেকে এলাকার মানুষজনেরা। গণ ভাই ফোঁটা