মানিকচকে বাসস্ট্যান্ডে কমিউনিটি টয়লেটের উদ্বোধন

মানিকচকে বাসস্ট্যান্ডে কমিউনিটি টয়লেটের উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মানিকচকে বাসস্ট্যান্ডে কমিউনিটি টয়লেটের উদ্বোধন। মানিকচক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এনায়েতপুর বাস স্টান্ডে এবং এনায়েতপুর বড় দরগাতে সাধারণ মানুষের সুবিধার্থে দুটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন হল। এই উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুই কমিউনিটি টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয। উদ্বোধন করেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র।

 

উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন, স্থানীয় জেলা পরিষদ সদস্যা সাবিনা ইয়াসমিন, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মনিরা খাতুন, সহ বিশিষ্ট জনেরা। এই উদ্বোধনকে ঘিরে এনায়েতপুরবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। দীর্ঘদিনের মানুষের চাহিদা আজ পূরণ হল।

 

এনায়েতপুরে স্টান্ডে কমিউনিটি টয়লেট হওয়াতে পথচলতি সাধারণ মানুষ সহ স্ট্যান্ডের দোকানদারদের যেমন সুবিধা হল সেরকমই এনায়েতপুর বড় দরগাতে কমিউনিটি টয়লেট হওয়াতে যারা দরগা’তে ধর্মীয় বিশ্বাসে যান তাদের সুবিধা হল। এই কমিউনিটি টয়লেটে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা শৌচাগার ও স্নানের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান

এ প্রসঙ্গে বিধায়িকা সাবিত্রী মিত্র জানান, এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুনের উদ্যোগে এদিন দুইটি টয়লেটে উদ্বোধন করা হল। এনায়েতপুর বাসস্ট্যান্ডে এই টয়লেট হওয়ার ফলে পথ যদি পথ চলতি সাধারণ মানুষের খুবই উপকার হবে। পাশাপাশি দরগাহতে টয়লেট তৈরি হওয়ার ফলে সেখানে যারা পূন্য করতে যান তাদেরও খুব সুবিধা হবে। এই দুইটি টয়লেটের জন্য আনুমানিক খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। মানিকচকে বাসস্ট্যান্ডে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top