বেআইনি কল সেন্টারে গোয়েন্দা পুলিশের হানা, গ্রেফতার ৫৭। হাওড়ার ডোমজুড়ে এবার বেআইনি কল সেন্টারে হানা দিল গোয়েন্দা পুলিশের দল। ১৩ জন মহিলা সহ ওই কল সেন্টার থেকে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর কয়েকদিন আগে হাওড়ার শিবপুরের একটি হোটেলে হানা দিয়েও এরকম আরেকটি ভুয়ো কল সেন্টারের হদিশ পেয়েছিল শিবপুর থানার পুলিশ। জানা গেছে, শুক্রবার রাতে হাওড়ার ডোমজুড়ের আইটি পার্কে ওই কল সেন্টারে হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।
১৩ জন মহিলা সহ ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের শনিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হলে বিচারক ৩ জনকে পাঁচ দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হাওড়া সিটি পুলিশের ডিসি ডিডি অনুপম সিং জানান, ঠিক কীভাবে লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণা করা হয়েছিল তা ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে আর কোনও চক্র জড়িয়ে আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়েই কল সেন্টারটি থেকে অভিযুক্তদের ধরা হয়েছে।
আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মাকড়দহের আইটি পার্কের দু’টি ঘর ভাড়া নিয়ে এই কল সেন্টারটি চালিয়ে বেশ কিছুদিন ধরেই প্রতারণার কারবার চলছিল। একটি নামী মাল সরবরাহকারী সংস্থার নাম করে কল সেন্টারটি চালানো হচ্ছিলে। শুক্রবার রাতে কল সেন্টারে তল্লাশি অভিযান চালিয়ে মোট ৫৭ জনকে হাতেনাতে ধরা হয়। ধৃতদের মধ্যে ১৩ জন তরুণী বা মহিলাও রয়েছেন। গ্রেফতারের পাশাপাশি কল সেন্টারটি থেকে ৪৬টি কম্পিউটার ও বেশকিছু মোবাইল ফোন, মোডেম সহ প্রতারনার জন্য ব্যবহৃত দ্রব্য বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা মুলত গভীর রাতে প্রতারণার কাজ করত। তারা আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রতারণার জাল ছড়িয়েছিল। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর ডোমজুড়ের মাকড়দহ আইটি পার্কে প্রায় ৮ হাজার স্কোয়ার ফুট এলাকায় দুটি ঘর নিয়ে প্রতারণা চলছিল। মূলত আমেরিকায় থাকা প্রবাসী ভারতীয়রা এদের মূল টার্গেট ছিল। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে রাতে সিটি পুলিশের গোয়েন্দারা ওই কল সেন্টার হানা দিয়ে ৫৭ জনকে গ্রেফতার করে। ল্যাপটপ, হার্ডডিস্ক সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত হয়।