হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকায় পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ

হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকায় পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকায় পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ। হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণ এর দাবিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকায় পথ অবরোধ করে রবিবার সকাল ছয়টা থেকে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা।

 

যার ফলে সাঁকরাইল ব্লকের রোহিনী রগড়া বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । শনিবার রাত্রি নটা নাগাদ নয়াগ্রাম থেকে সুবর্নরেখা নদী পেরিয়ে প্রায় ২৫ থেকে ৩০ টি দাঁতাল হাতি সাঁকরাইল ব্লকের গড়ধরা, পাথরপাড়া, দক্ষিণদাঁড়িয়া, কিসমত রামানন্দপুর সহ কয়েকটি গ্রামে চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে শীতকালীন কফি, বেগুন সহ বিভিন্ন সবজি চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। সেই সঙ্গে মাঠে থাকা পাকা ধান চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দলটি।

 

প্রায় ১০ ঘণ্টা ধরে শনিবার রাতে ওই গ্রাম গুলির চাষের জমিতে গিয়ে তান্ডব চালায় হাতির দলটি। বন দপ্তরকে জানানো সত্বেও ঘটনাস্থলে কেউ না আশায় বন দপ্তরের উপর ক্ষোভপ্রকাশ করেন ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দা তুফান পাতর ও প্রবীর ঘোষ বলেন যেভাবে হাতির দল ফসলের ক্ষতি করেছে তাতে আমরা সবাই সর্বশ্রান্ত হয়ে পড়েছি। বন দফতর কে জানানো সত্বেও এর আগেও হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণ আমরা পাইনি। কিন্তু শনিবার রাতে যেভাবে হাতির দল তাণ্ডব চালিয়ে ফসলের ক্ষতি করেছে তাতে আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।

 

তাই হাতির হামলায় ফসলের ক্ষতি পূরণের দাবিতে রবিবার সকাল ছয় টা থেকে কিসমত রামানন্দপুরে রাস্তার উপর বাঁশ দিয়ে বেরিকেট করে অবরোধ শুরু করে গ্রামবাসীরা । বন দপ্তর এর আধিকারিকরা এসে লিখিতভাবে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে আমরা অবরোধ তুলব ,না হলে আমাদের অবরোধ লাগাতার চলবে বলে তারা জানান। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিশ । তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এর পর গ্রামবাসীদের দাবি মেনে অবরোধ স্থলে যায় বন বিভাগের আধিকারিকরা।

আরও পড়ুন – মাছ মাংসের চড়া দাম, তাই চাহিদা বেড়েছে ঝিনুকের

পুলিশের উপস্থিতিতে বন বিভাগের আধিকারিকরা ওই এলাকার গ্রাম বাসীদের আশ্বাস দেন হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতি পূরণের জন্য ওই এলাকার চাষীদের নিদিষ্ট ফর্মে বন দফতর এর কাছে আবেদন করতে হবে।সেই আবেদন পত্র খতিয়ে দেখার পর বন বিভাগের নিয়ম অনুযায়ী হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছে তাদের কে ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

পুলিশের উপস্থিতিতে বন দফতর এর আধিকারিকরা গ্রামবাসীদের হাতির হামলায় ফসলের ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দেওয়ায় রবিবার বেলা এগারোটা নাগাদ গ্রামবাসীদের পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়। পথ অবরোধ তুলে নেওয়ার পর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top