উলুবেড়িয়ায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে খাল সংস্কারের উদ্যোগ। সেচের কাজ ও জল নিকাশির স্বার্থে উলুবেড়িয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাল সংস্কারের উদ্যোগ নিল কৃষি সেচ বিভাগ। কৃষি সেচ বিভাগ সূত্রে খবর প্রায় সাড়ে চার কিলোমিটার এই খালটি সংস্কার করতে ব্যয় হবে ৬০ লক্ষ টাকা। শনিবার এই খালটির সংস্কারের সূচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। খালটি সংস্কার হয়ে গেলে উলুবেড়িয়া ১ নং ব্লক ও শ্যামপুর ১ নং ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার কৃষক উপকৃত হবেন।
সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি দামোদর ও হুগলি নদীর সংযোগকারী অন্যতম একটি খাল। খালটি উলুবেড়িয়া ১ নং ব্লকের ধুলোসিমলা ও তপনা গ্রাম পঞ্চায়েত এবং শ্যামপুর ১ নং ব্লকের ধান্দালি গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে গেছে। এই খালের জলে কয়েক হাজার একর জমিতে ধান ও রবি শস্য চাষ হয়। যদিও দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি প্রায় বুজে যেতে বসেছিল।
আরও পড়ুন – মাছ মাংসের চড়া দাম, তাই চাহিদা বেড়েছে ঝিনুকের
এতে সমস্যায় পড়েছিল এলাকার কৃষকেরা। একদিকে চাষের ক্ষেত্রে জল পেতে যেরকম সমস্যা হচ্ছিল অন্যদিকে সেই রকম জল নিকাশির ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল। সমস্যার বিষয়টি নিয়ে কৃষকেরা উলুবেড়িয়া ১ নং ব্লক ও শ্যামপুর ১ নং ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছিল পাশাপাশি মন্ত্রী পুলক রায়কেও বিষয়টি জানিয়েছিল। অবশেষে খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। খাল সংস্কার বিষয় মন্ত্রী পুলক রায় বলেন এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালটি সংস্কার হয়ে গেলে কয়েক হাজার কৃষক উপকৃত হবেন।
উল্লেখ্য, উলুবেড়িয়ায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে খাল সংস্কারের উদ্যোগ। সেচের কাজ ও জল নিকাশির স্বার্থে উলুবেড়িয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাল সংস্কারের উদ্যোগ নিল কৃষি সেচ বিভাগ। কৃষি সেচ বিভাগ সূত্রে খবর প্রায় সাড়ে চার কিলোমিটার এই খালটি সংস্কার করতে ব্যয় হবে ৬০ লক্ষ টাকা। শনিবার এই খালটির সংস্কারের সূচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। খালটি সংস্কার হয়ে গেলে উলুবেড়িয়া ১ নং ব্লক ও শ্যামপুর ১ নং ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার কৃষক উপকৃত হবেন।