কোচবিহারের মদনমোহনের রাসমেলা শেষ হল। উত্তর পূর্ব ভারতের অন্যতম ঐতিহ্যবাহী মেলা কোচবিহারের মদনমোহনের রাস মেলা। ২১০ বছরের মদনমোহনের প্রাচীন এই রাসমেলা শেষ হল। ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলা চার দিন বাড়ানোর দাবি জানানো হয়েছিল। কিন্তু মেলাদিন না বাড়িয়ে সমাপ্তি ঘোষনা করা হলো। কোচবিহার রাসমেলা সাংস্কৃতিক মঞ্চে রবিবার সন্ধ্যায় মেলার সমাপ্তি ঘোষণা করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
তিনি উল্লেখ করেন এবছর মেলায় ২০০ কোটি টাকার উপরে ব্যবসা হয়েছে যা সর্বকালের রেকর্ড। এ বছর রাসমেলা শুরু হয় ৮ই নভেম্বর। পুরসভার পক্ষ থেকে প্রথমেই ঘোষণা করা হয়েছিল মেলা আগে থেকেই ৫ দিন বাড়িয়ে কুড়ি দিন করা হয়েছে। এর আগে মেলা ১৫ দিন হলেও পরবর্তী শেষ লগ্নে দু তিন দিন বাড়ানো হতো। কিন্তু এ বছর আগে থেকেই ৫ দিন বেশি থাকবে বলে কুড়ি দিন ঘোষণা করা হয়েছে। সেই মতো এদিন শেষ হলেও উপচে পড়ে ভিড়।
ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলা আরো কয়েকদিন বাড়ানোর দাবি জানানো হলেও পুরসভার পক্ষ থেকে সমর্থন ছিল। পুরসভার চেয়ারম্যান সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন ঐতিহ্যবাহী এই রাসমেলা যদি বাড়ানো হয় তাহলে আপত্তি নেই পৌরসভার। সেক্ষেত্রে পুলিশ ও প্রশাসন অনুমতি দিলেই পুরসভা প্রস্তুত। কিন্তু পুলিশ প্রশাসনের কোন অনুমতি না মেলায় নির্দিষ্ট দিনেই শেষ হয় কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা।
করোনা পরিস্থিতিতে এ বছর প্রথম থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে।
আরও পড়ুন – ফুটবলার রোনাল্ডোর দাম দেখুন কত
বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন। বেশ কয়েকটি বাংলাদেশের স্টল সেখানে গোটা এলাকাকে বাংলাদেশী এলাকা বলে পরিচিত করে তোলে। সেখানে নোনা লিস্ট থেকে শুরু করে বাংলাদেশের শাড়িসহ বিভিন্ন জিনিস নিয়ে হাজির হয় তারা।
ব্যবসায়ীরা জানান মেলার প্রথম দিকটা সেভাবে জমেনি। পরের দিকে ধীরে ধীরে জমতে শুরু করে। তবে আরো কয়েকদিন থাকলে হয়তো ব্যবসাটা ভালো হতো। দর্শনার্থীরা অনেকে জানান পুরো কর্তৃপক্ষ মেলার শেষ ঘোষণা করতেই স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যায়। তবে আগামী বছরের অপেক্ষা আবার থাকতে হবে।