সারের কালোবাজারির প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। পুরাতন মালদহ ব্লক কৃষি আধিকারিক থেকে শুরু করে জেলা কৃষি আধিকারিক এবং জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করার পরেও প্রশাসন এ ব্যাপারে নিশ্চুপ এবং যে সমস্ত অসাধু সার ব্যবসায়ীরা সার নিয়ে কালোবাজারি করে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে কৃষকদের অভিযোগ।
তারই প্রতিবাদে পুরাতন মালদহের বঞ্চিত কৃষকদের একাংশ ফের আন্দোলনে সামিল হল সোমবার দুপুরে। সারের কালোবাজারির প্রতিবাদে তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।বিক্ষোভের পর ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ এবং কৃষি আধিকারিকেরা। ঘন্টাখানেক অবরোধ চলার পর কৃষি আধিকারিকের আশ্বাসের পথ অবরোধ উঠে।
আরও পড়ুন – ফুটবলার রোনাল্ডোর দাম দেখুন কত
কৃষকদের একটাই দাবি, দীর্ঘদিন ধরে রাসায়নিক সার থেকে তারা বঞ্চিত রয়েছেন অথচ এক শ্রেণীর স্যার ব্যবসায়রা চড়া দামে রাতের অন্ধকারে রাসায়নিক সার বিক্রি করে যাচ্ছেন বলে অভিযোগ। চাষীদের অভিযোগ দ্রুত যদি তাদের সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন।
এ বিষয়ে কৃষি আধিকারিক অটল কুমার দাস জানান সার ব্যবসায়ীদের একাংশের মধ্যে পশ মেশিন এবং ম্যানুয়াল স্টক মিলিয়ে কিছু গরমিল পাওয়া গেছে যদিও এ ব্যাপারে সার ব্যবসায়ীদের বক্তব্য আসলেই কৃষকেরা তাড়াহুড়ো করেন সার নেবার জন্য এর ফলে কিছু গরমিল রয়ে গেছে।
আরো জানান এ ব্যাপারে সার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং প্রত্যেককেই সরকারি নিয়ম অনুযায়ী সারের বস্তায় যেটা খুচরো মূল্য লেখা আছে সেই মূল্যে বিক্রি করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর অন্নদা হলে বা কোন অভিযোগ উঠলে সার ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।