লিলুয়ায় গ্রেপ্তার বাংলাদেশী। এক বাংলাদেশী সহ দু’জনকে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ। হাওড়ার লিলুয়ার বীরাডিঙি এলাকা থেকে এদের দু’জনকে শুক্রবার সন্ধ্যে নাগাদ গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহঃ সোহাগ মুন্সি ও জাকির হোসেন। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ৪৬৭, ৪৭১, ৪২০, ১২০বি সহ আরও বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে হাওড়ার লিলুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সোহাগ মুন্সী বর্তমানে বাংলাদেশী নাগরিক। তবে, জাকির হোসেন আদতে বাংলাদেশের পূর্ব নাগরিক হলেও প্রায় ২৬-২৭ বছর ধরে তিনি কোনও উপায়ে এদেশের নাগরিকত্ব নিয়ে গুরাপ থানা এলাকায় বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন জনকে এদেশের নাগরিকত্ব পেতে বিভিন্ন সুযোগ করে দিতে সহায়তা করতেন। পুলিশ খবর পেয়ে জাকির হোসেন ও মহঃ সোহাগ মুন্সীকে গ্রেফতার করেছে। শনিবার এদের হাওড়া জেলা আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত।
আরও পড়ুন – কুলিকের ছবিতে সাজবে রায়গঞ্জ রেলস্টেশন
উল্লেখ্য, এক বাংলাদেশী সহ দু’জনকে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ। হাওড়ার লিলুয়ার বীরাডিঙি এলাকা থেকে এদের দু’জনকে শুক্রবার সন্ধ্যে নাগাদ গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহঃ সোহাগ মুন্সি ও জাকির হোসেন। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ৪৬৭, ৪৭১, ৪২০, ১২০বি সহ আরও বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে হাওড়ার লিলুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, সোহাগ মুন্সী বর্তমানে বাংলাদেশী নাগরিক।
তবে, জাকির হোসেন আদতে বাংলাদেশের পূর্ব নাগরিক হলেও প্রায় ২৬-২৭ বছর ধরে তিনি কোনও উপায়ে এদেশের নাগরিকত্ব নিয়ে গুরাপ থানা এলাকায় বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন জনকে এদেশের নাগরিকত্ব পেতে বিভিন্ন সুযোগ করে দিতে সহায়তা করতেন। পুলিশ খবর পেয়ে জাকির হোসেন ও মহঃ সোহাগ মুন্সীকে গ্রেফতার করেছে। শনিবার এদের হাওড়া জেলা আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত।