অবস্থান বিক্ষোভে দিনহাটার ব্যবসায়ীরা

অবস্থান বিক্ষোভে দিনহাটার ব্যবসায়ীরা। দিনহাটা শহরের একটি বহুজাতিক সংস্থার দোকান কর্তৃপক্ষ সাপ্তাহিক ছুটির দিন দোকান খোলা রাখছে এমনই অভিযোগ তুলে সংস্থার দোকানের সামনে অবস্থান- বিক্ষোভ দিনহাটার ব্যবসায়ীরা। দিনহাটা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের যৌথ সংগঠনের পক্ষ থেকে শনিবার এই অবস্থান- বিক্ষোভ কর্মসূচি পালিত হয় । এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শ্যামসুন্দর শোনি, সম্পাদক উৎপলেন্দু রায়, প্রবীর কুমার সাহা প্রমূখ l

 

এদিন এই অবস্থান-বিক্ষোভ চলাকালীন সংগঠনের সম্পাদক উৎপলেন্দু রায় বলেন, সরকারি নিয়ম রয়েছে সপ্তাহে একদিন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা l সেই নিয়ম মেনে দিনহাটা শহরের দোকানগুলি শনিবার বন্ধ রাখা হয় l অথচ বহুজাতিক সংস্থার সুপার মার্কেটগুলি সপ্তাহে সাত দিন খোলা রাখছে l এটা কিছুতেই মেনে নেওয়া যায় না l এর আগেও প্রশাসনের সঙ্গে এই বিষয়ে বৈঠক হয়েছে l পরেও তারা নিয়ম মানছে না l তাই তো এই অবস্থান-বিক্ষোভে বসেছেন দিনহাটার ব্যবসায়ীরা l তিনি বলেন, এরপরেও নিয়ম মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন ব্যবসায়ীরা l এদিন বেলা ১০ টা নাগাতে এই অবস্থান বিক্ষোভ শুরু হয় l বেশ কয়েক ঘন্টা তা চলে l

আরও পড়ুন – কুলিকের ছবিতে সাজবে রায়গঞ্জ রেলস্টেশন

উল্লেখ্য, দিনহাটা শহরের একটি বহুজাতিক সংস্থার দোকান কর্তৃপক্ষ সাপ্তাহিক ছুটির দিন দোকান খোলা রাখছে এমনই অভিযোগ তুলে সংস্থার দোকানের সামনে অবস্থান- বিক্ষোভ দিনহাটার ব্যবসায়ীরা। দিনহাটা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের যৌথ সংগঠনের পক্ষ থেকে শনিবার এই অবস্থান- বিক্ষোভ কর্মসূচি পালিত হয় । এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শ্যামসুন্দর শোনি, সম্পাদক উৎপলেন্দু রায়, প্রবীর কুমার সাহা প্রমূখ l

 

এদিন এই অবস্থান-বিক্ষোভ চলাকালীন সংগঠনের সম্পাদক উৎপলেন্দু রায় বলেন, সরকারি নিয়ম রয়েছে সপ্তাহে একদিন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা l সেই নিয়ম মেনে দিনহাটা শহরের দোকানগুলি শনিবার বন্ধ রাখা হয় l অথচ বহুজাতিক সংস্থার সুপার মার্কেটগুলি সপ্তাহে সাত দিন খোলা রাখছে l এটা কিছুতেই মেনে নেওয়া যায় না l এর আগেও প্রশাসনের সঙ্গে এই বিষয়ে বৈঠক হয়েছে l পরেও তারা নিয়ম মানছে না l তাই তো এই অবস্থান-বিক্ষোভে বসেছেন দিনহাটার ব্যবসায়ীরা l তিনি বলেন, এরপরেও নিয়ম মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন ব্যবসায়ীরা l
এদিন বেলা ১০ টা নাগাতে এই অবস্থান বিক্ষোভ শুরু হয় l বেশ কয়েক ঘন্টা তা চলে l