দ্য লিটল স্টেপস-এর হাত ধরে স্বপ্নপূরণের পথে দক্ষিণ দিনাজপুরের রিন্টু। সংসার চালাতে বাবা-মা চালান চায়ের দোকান, ছেলে এম.বি.বি.এস-এর প্রথম বর্ষের ছাত্র। অভাবি মেধাবী ছাত্রের স্বপ্নপূরণে পড়াশুনার খরচ জোগাতে এগিয়ে এল দ্যা লিটল স্টেপস। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি ব্লকের বুনিয়াদপুরের বাসিন্দা ভবেশ চন্দ্র মালি এবং বীণা রানি মন্ডল মালি তার পরিবারের সংসার চালাতে বুনিয়াদপুর শহরে চা-এর দোকান চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।
তাদের ছেলে রিন্টু মালি ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬৪ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় এবং বর্তমানে মালদা মেডিকল কলেজের প্রথম বর্ষের ছাত্র। রিন্টু-র পড়ার খরচ কিভাবে জোগাড় হবে সে চিন্তায় চিন্তিত ছিল রিন্টু-র গোটা পরিবার। এরপরেই রিন্টু-র স্বপ্নপূরণে এগিয়ে আসে দ্য লিটল স্টেপস নামক একটি সংস্থা এবং রিন্টুর ডাক্তারি পড়ার খরচের অর্থ জোগান হিসাবে মাসিক ১৫০০ টাকার সাইপেন্ড প্রদান করে। উল্লেখ যে দ্য লিটল স্টেপস সংস্থা সূত্রে জানা গেছে অভাবি মেধাবী ছাত্রদের পড়াশুনার খরচ জোগানের উদ্দেশ্যে বিগত ৮ বছর পূর্বে দক্ষিণ দিনাজপুর জেলায় পথচলা শুরু করে দ্য লিটল স্টেপস।
আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন
বর্তমানে দ্য লিটল স্টেপস-এর সদস্য সংখ্যা ৩৬। জানা গেছে সদস্যরা তাদের নিজস্ব উপার্জনের অর্থ একত্রিত করে বিগত ৮ বছর দক্ষিণ দিনাজপুর জেলার মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশুনার খরচ জুগিয়ে চলেছে। নিজের পড়াশুনার খরচের জন্য আর্থিক সাহায্য পেয়ে খুশি রিন্টু মালি জানিয়েছে ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষদের চিকিৎসা করার পাশাপাশি সে চায় অন্যান্য অভাবি মেধাবি ছাত্রদের পাশে দাঁড়াতে। অন্যদিকে দ্য লিটল স্টেপস-এর সম্পাদক মৌনব্রত দে জানিয়েছেন রিন্টু মালি মেধাবী ছাত্র, যতদিন রিন্টু পড়াশুনা চালিয়ে যাবে ততদিন অবধি তারা তাদের সংস্থার মাধ্যমে প্রতিমাসে স্টাইপেন্ড হিসাবে রিন্টু মালি-কে আর্থিক সাহায্য প্রদান করে যাবেন। স্বপ্নপূরণের