কামারহাটিতে তৃনমূলের গোষ্ঠী কোন্দোল প্রকাশ্যে। তৃনমূলের গোষ্ঠী কোন্দোলের জেরে আক্রান্ত শাসক নেতা কামারহাটিতে। রবিবার বিকেলে কামারাহটির ফাইভ পয়েন্ট মোড়ে স্থানীয় তৃনমূল নেতা আলি রেজাকে চপার দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠলো ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনের ছেলে সাহাবাজ,স্বামী সিকেন্দার নোওয়াজ সহ দলবলের বিরুদ্ধে।
অভিযোগ, এদিন দুপুর আড়াইটে নাগাদ তৃনমূল নেতা আলি রেজা একটি রক্তদান শিবির থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ,ফাইভ পয়েন্ট মোড়ের কাছে আসতেই স্থানীয় কাউন্সিলর আফসানা খাতুনের ছেলে-স্বামী ও তাদের দোসররা চপার নিয়ে ওই শাসক নেতার ওপর হামলা চালায়। তার পিঠে,কোমরে,পায়ে চপার দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় আলি রেজা বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন।
ঘটনার খবর চাউর হতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে কামারহাটি অঞ্চলে। আক্রান্ত তৃনমূল নেতা আলি রেজার স্ত্রী আফরিন রেজার অভিযোগ, এদিন আমার স্বামী একটি রক্তদান শিবির থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিল। পাঁচ মাথা মোড়ে আসতেই স্থানীয় কাউন্সিলর আফসানা খাতুনের ছেলে-স্বামী,ভাগনা ও তাদের দলবল ধারালো চপার দিয়ে ওকে এলোপাথাড়ি কোপায়। সেই সময় ওরা স্বামীর পিঠে,কোমরে,পায়ে একের পর এক চপার দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ও ঘটস্থলেই লুটিয়ে পড়ে।
আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন
জখম শাসক নেতার স্ত্রীর আরও অভিযোগ,২০২১ সালেও ওরা কামারহাটি হাই স্কুলের সামনে আমার স্বামীর ওপর চপার নিয়ে হামলা চালিয়েছিল। তখন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। ফের ওরা এদিন স্বামীর ওপর হামলা চালালো। তার দাবি,স্বামী আলি রেজা এলাকায় একজন সমাজসেবী হিসেবে পরিচিত। প্রত্যেকের আপদে বিপদে ছুটে যায়। ও তৃনমূল দলটাই করে। এক সপ্তাহ ধরে ওকে টার্গেট করা হয়েছিল। এমনকি ওকে হুমকিও দেওয়া হচ্ছিল বলে আফরিনের অভিযোগ। যদিও এই ঘটনায় ছেলে-স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর আফসানা খাতুন।
তার দাবী, আমি অসুস্থ গতকাল থেকে বাড়ির নিচে নামিনি। আমার স্বামী রাজাবাজারের একটি রক্তদান কর্মসূচি থেকে ফিরে ওইসময় বাড়িতেই ঘুমিয়েছিল। ছেলে নিচেই ছিল। সিসিটিভি ফুটেজ দেখলেই তা বোঝা যাবে। তাই এই ধরনের অভিযোগের কোনো সারবত্তা নেই। আফসানা খাতুনের কথায়, ঘটনাটি শুনেছি। তবে কারা ওকে মারলো,সেটা আমারাও দেখছি। কেনো না কাল তো আমারাও আক্রান্ত হতে পারি। তবে আফসানার দাবি,ও এক সময় তৃনমূল করত। অনৈতিক কাজের জন্যে ওকে দল থেকে বার করে দিয়েছি। গোষ্ঠী কোন্দোল