কৃষ্ণ-জন্মভূমি নিয়ে নতুন বিতর্ক। মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থানের পাশেই তৈরি হয়েছে একটি ইদগাহ। সেটি সরিয়ে নেওয়ার দাবিতে আদালতে মামলা হয়েছে। অভিযোগ করা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণজন্মভূমি রয়েছে সেখানে জোর করে জায়গা দখল করে সেটি তৈরি হয়েছে। এর আগে সেটি সেখানে ছিল না।
এই নিয়ে মথুরা কোর্ট অবশেষে মসজিদটি সার্ভে করার নির্দেশ দিয়েছে। ২০২৩ সালের ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি সেদিন রিপোর্ট দিতে বলা হয়েছে। কাশী বিশ্বনাথ মন্জিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। সেই মামলায় জ্ঞানবাপি মসজিদের ভেতরে আসলে শিবমন্দির রয়েছে বলে দাবি করে অভিযোগ করা হয়েছে। তাতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ভিডিওগ্রাফি সার্ভ করেছে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া। কিন্তি এখনও পর্যন্ত তার কোনও সমাধান সূত্র বেরোয়নি। হিন্দু সংগঠনের দাবি কাশীবিশ্বনাথ মন্দিরের পাশে তৈরি জ্ঞানবাপী মসজিদ আসলে একটি শিবমন্দির ছিল। সেখানে মুঘল শাসকরা জোর করে মসজিদ তৈরি করেেছ।
সেই মসদিদের ভিতরে একটি কুয়ো রয়েছে তাতে শিবলিঙ্গ মজুত রয়েছে বলে দাবি করা হয়েছে হিন্দু সংগঠনের পক্ষ থেকে। তারপরেই আবার মথুরায় কৃষ্ণজন্মভূমির পাশে তৈরি হওয়া মসজিদ সরানোর দাবিতে সরব হয়েছে এক হিন্দু সংগঠন। শনিবার সেই মামলার শুনানিতে মসজিদের পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে মথুরা কোর্ট। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তৈরি করিয়েছিলেন মসজিদটি।
আরও পড়ুন – বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর
উল্লেখ্য, মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থানের পাশেই তৈরি হয়েছে একটি ইদগাহ। সেটি সরিয়ে নেওয়ার দাবিতে আদালতে মামলা হয়েছে। অভিযোগ করা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণজন্মভূমি রয়েছে সেখানে জোর করে জায়গা দখল করে সেটি তৈরি হয়েছে। এর আগে সেটি সেখানে ছিল না। এই নিয়ে মথুরা কোর্ট অবশেষে মসজিদটি সার্ভে করার নির্দেশ দিয়েছে। ২০২৩ সালের ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি সেদিন রিপোর্ট দিতে বলা হয়েছে।
কাশী বিশ্বনাথ মন্জিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। সেই মামলায় জ্ঞানবাপি মসজিদের ভেতরে আসলে শিবমন্দির রয়েছে বলে দাবি করে অভিযোগ করা হয়েছে। তাতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ভিডিওগ্রাফি সার্ভ করেছে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া। কিন্তি এখনও পর্যন্ত তার কোনও সমাধান সূত্র বেরোয়নি। হিন্দু সংগঠনের দাবি কাশীবিশ্বনাথ মন্দিরের পাশে তৈরি জ্ঞানবাপী মসজিদ আসলে একটি শিবমন্দির ছিল। সেখানে মুঘল শাসকরা জোর করে মসজিদ তৈরি করেেছ।