Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
রাজ্যের নির্দেশে কোভিড মোকাবিলায় পরিকাঠামো যাচাই উত্তরবঙ্গ...

রাজ্যের নির্দেশে কোভিড মোকাবিলায় পরিকাঠামো যাচাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে

রাজ্যের নির্দেশে কোভিড মোকাবিলায় পরিকাঠামো যাচাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্যের নির্দেশে কোভিড মোকাবিলায় পরিকাঠামো যাচাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মক ড্রিল করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুতি যাচাইয়ের পরই রিপোর্ট পেশ।আগাম সচেতনতায় ভ্যাক্সিনের তৃতীয় ডোজ নিয়ে বিশেষ ক্যাম্প পুরনিগমের। ফের কোভিডের অশনিসঙ্কেত ধেয়ে আসতেই সর্বোতভাবে প্রস্তুত রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল।

 

বর্তমানে কোভিডের জন্য কত শয্যা রাখা হবে, কোভিড বাড়লে কত সংখ্যক শয্যা বাড়ানো যাবে, চিকিৎসার সরঞ্জাম সহ অন্যান্য প্রস্তুতি মহড়া সেরে নেওয়া হয় এদিন। ভেন্টিলেশন, সিসিইউ, এইচডিইউ শয্যা সমেত ২৪১টি কোভিড শয্যার পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালে মক ড্রিল করা হয়।

 

বায়ো মেডিকেল বিশেষজ্ঞরা কোভিড ব্লক এক দুইয়ের পরিকাঠামো চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখেন। মূলত জেলা ভিত্তিক কোভিড হাসপাতাল গুলিতে কত সংখ্যক শয্যা রয়েছে, কতগুলি উন্নত মানের ভেন্টিলেশন, লাইফ সাপোর্ট, বাইপ্যাপ সংযুক্ত সিসিইউ ও এইচডি ইউ শয্যা রয়েছে। সে সমস্তটা যাচাই করে রীতিমতো চিকিৎসা কায়দায় মক ড্রিল করেন চিকিৎসক ও নার্সেরা। যার বিস্তারিত রিপোর্ট পেশ করা হচ্ছে স্বাস্থ্য ভবনে।

 

পাশাপাশি প্রতিটি জেলায় কত জন কোভিড চিকিৎসার জন্য প্রশিক্ষিত হয়েছেন, গুরুত্বপূর্ণ ওষুধের জোগান কতটা রয়েছে, করোনা পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ও পরিকাঠামো কীরকম, অ্যাম্বুলেন্সের প্রাপ্যতা মতো বিষয়গুলিও খতিয়ে দেখা হয় এদিন। এক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কোভিডের এপি সেন্টার। ফলে আশঙ্কা জনক কবি প্রকৃতির ক্ষেত্রেও তাদের স্থানান্তরিত করা হবে আশপাশের এলাকা থেকে মেডিকেল কলেজ হাসপাতালে। দেখা যায় এদিন মহড়া পরীক্ষার পর সর্বতোভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল আপাদত ১১০ শয্যার কোভিড ব্লক এক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন- ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে একটি তালিকা প্রস্তুত করে দেওয়া হয় সে অনুযায়ী এদিন মহড়া করে কোভিড পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে কোভিড ব্লক গুলির শয্যার সংখ্যা, পরিস্থিতি, উন্নতর যন্ত্রপাতি,তার ভেন্টিলেটর, তার মনিটর -এর সংখ্যা এবং যন্ত্রপাতিতে ত্রুটি থাকলে সে বিষয়গুলি চিহ্নিত করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছে। যা স্বাস্থ্য ভবনে পাঠানো হচ্ছে।

 

তিনি বলেন আপাতত যে পরিস্থিতি রয়েছে তাতে কোভিড ব্লক একের ১১০ টি শয্যা প্রাথমিকভাবে চিকিৎসার জন্য খোলা হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতির ওপর নজর রেখে সজ্জার সংখ্যা পর্যাপ্ত রয়েছে প্রয়োজনমতো চালু করা হবে। জানা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লক একই রয়েছে ১১০ টি বেড। এর মধ্যে দশটি ভেন্টিলেশন সুবিধে সংযুক্ত সিসিইউ এবং আটটি এইচডিইউ শয্যা রয়েছে। কোভিড ব্লক দুয়ে রয়েছে ৯৬টি শয্যা। এরমধ্যে ১৫ টা পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ১৫টি শয্যা। রিকুতে ৮টি, এবং গাইনোকোলজিক্যাল আইসোলেশনের আটটি শয্যা রাখা রয়েছে।

আরও পড়ুন – ২০২২ শেষে ফিরে দেখা নিয়োগ দুর্নীতি

এছাড়া শিশুদের জন্য পেডিয়াট্রিক আইসোলেশনে ৩৪ টি শয্যা রয়েছে। অন্যদিকে বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পিকুতে একজন কোভিড আক্রান্ত শিশু চিকিৎসাধীন আছে। তবে এই শিশুটির বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ মেলে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার জানান ওই শিশুর পুনরায় সরকারি ল্যাবে নমুনা পরীক্ষা করা হবে। পজিটিভ এলে জেনম সিকুয়েন্সিংয়ের জন্যও পাঠানো হবে। এদিকে কোভিড চোখ রাঙাতেই শিলিগুড়ি পুরনিগমের এলাকার নাগরিকদের স্বাস্থ্য কেন্দ্রে বুস্টারের তৃতীয় ডোজ ঘিরে আগ্রহ বাড়ছে।

 

পুরনিগমের হেলথ অফিসার জানান বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকা থেকে ফোন করে বুস্টারের তৃতীয় ডোজের জন্য জিজ্ঞাসাবাদ করছেন নাগরিকেরা। পুরনিগমের স্বাস্থ্য বিভাগীয় মেয়র পরিষদ দুলাল দত্ত বলেন- কিছু কো ভ্যাকসিনের ডোজ রয়েছে। বুধবার রেড ক্রস এবং মাতৃ সদনে কিছু করে কো ভ্যাকসিনের ডোজ প্রদানের বিশেষ অভিযান করা হবে। কত সংখ্যক মানুষ এই বিশেষ ক্যাম্পে সাড়া দিচ্ছে তা যাচাই করছি আমরা। রাজ্যের নির্দেশে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top