তৃণমূল কাউন্সিলর-এর পদত্যাগ দাবী করে বিজেপির ধিক্কার মিছিল বালুরঘাটে। ওয়েষ্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ হতেই বালুরঘাটে ধিক্কার মিছিল বিজেপির। মঙ্গলবার বালুরঘাটের ২৪নং ওয়ার্ডে ধিক্কার মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রাথমিকভাবে জানা গেছে ওয়েষ্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় শিক্ষিকা দীপান্বিতা দেবসিংহ-র নাম রয়েছে।
বিজেপি মনে করছে প্রকাশিত তালিকায় শিক্ষিকা দীপান্বিতা দেবসিংহ বালুরঘাট শহরের ২৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।বিজেপির ধিক্কার মিছিলটি খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ২৪নং ওয়ার্ডের একাধিক এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত, বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি পূর্ণিমা মন্ডল, বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির সভাপতি সমীর প্রসাদ দত্ত।
এদিনের এই ধিক্কার মিছিল থেকে বিজেপি নেতা সমীর প্রসাদ দত্ত অভিযোগ করে বলেন দীপান্বিতা দেবসিংহ যদি ভুয়ো শিক্ষিকা হয়ে থাকেন তাহলে উনি কেমন করে পৌরনির্বাচনে টিকিট পান, তবে কি উনার কাগজপত্র ভালভাবে তদন্ত হয়নি বলে প্রশ্ন করেন। তিনি অবিলম্বে বালুরঘাট পৌরসভার কাউন্সিলর পদ থেকে দীপান্বিতা দেবসিংহ-র পদত্যাগের দাবী তোলেন। তার অভিযোগ ভুয়ো শিক্ষিকাকে নিয়ে পৌরসভা চলছে। অপরদিকে তালিকায় দীপান্বিতা দেবসিংহ-র নাম থাকা বিষয়ে প্রতিক্রিয়ায় বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিষ কর্মকার বলেন বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় এই বিষয়ে আমি কোন মন্তব্য করব না।
আরও পড়ুন – ২০২২ শেষে ফিরে দেখা নিয়োগ দুর্নীতি
উল্লেখ্য, তৃণমূল কাউন্সিলর-এর পদত্যাগ দাবী করে বিজেপির ধিক্কার মিছিল বালুরঘাটে। ওয়েষ্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ হতেই বালুরঘাটে ধিক্কার মিছিল বিজেপির। মঙ্গলবার বালুরঘাটের ২৪নং ওয়ার্ডে ধিক্কার মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রাথমিকভাবে জানা গেছে ওয়েষ্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় শিক্ষিকা দীপান্বিতা দেবসিংহ-র নাম রয়েছে।