ধূপগুড়িতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি

ধূপগুড়িতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। বর্ষবরণে নাচ-গান-আলো, হই হট্টগোল ,আনন্দ-উচ্ছ্বাসে ইংরেজির নতুন বছরকে স্বাগত জানানোর টেন্ড প্রায় বহু দিন আগের। বাংলা নববর্ষকে তেমনভাবে পালন না করলেও বাঙালি ইংরেজি নববর্ষকে সুন্দর করে স্বাগত জানায়। তবে ইংরেজি নববর্ষ পালনের এই সাহেবি অভ্যেস ধুপগুড়িতে দীর্ঘদিন ধরে চলে আসছে। ইংরেজির নতুন বর্ষকে স্বাগত জানাতে প্রতিবছর ধুপগুড়ির ক্রিয়েটিভ গ্রুপ ডাকবাংলো ময়দানে ৩১শে ডিসেম্বর ধুম ধাম করে কার্নিভালের আয়োজন করে।

 

এবছর তার সঙ্গে যুক্ত হয়েছে টিআরপির বাংলা ব্যান্ডে অনুষ্ঠান। যা তারা নাম দিয়েছে উইন্টার রকফেস্ট। হারিয়ে যেতে বসা বাংলা ব্যান্ড কালচারকে পুনরায় ফিরিয়ে আনতে ৩০ তারিখ থেকে ডাকবাংলো ময়দানে অনুষ্ঠিত হবে বাংলা ব্যান্ডের অনুষ্ঠান। কলকাতা, শিলিগুড়ি ,জলপাইগুড়ি, কোচবিহার থেকে বাংলা ব্যান্ডের পারফরমেন্স দেখা যাবে ধুপগুড়ি শহরে। এবছর ক্রিয়েটিভ গ্রুপের বর্ষবরণের অনুষ্ঠান ১৮ বছরে পদর্পণ করল। প্রতিবছর ৩১ তারিখে ডাকবাংলো ময়দানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকে।

আরও পড়ুন – ২০২২ শেষে ফিরে দেখা নিয়োগ দুর্নীতি

নাচ, গানের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে বাজি পটকাও ফাটানো হয়। শুধুমাত্র ধুপগুড়ি শহরকে কেন্দ্র করেই নয়, সমগ্র ধুপগুড়ি ব্লক থেকেই যুবক যুবতীরা ৩১ তারিখ ডাক বাংলোর মাঠে ভিড় জমান। বিভিন্ন নাচে গানে জমজমাট অনুষ্ঠান করে থাকে ক্রিয়েটিভ গ্রুপ। এই বিষয়ে টিআরপি ব্যান্ডের এক সদস্য বলেন, প্রতিবছর ৩১শে ডিসেম্বর ডাকবাংলো ময়দানে ক্রিয়েটিভ গ্রুপ বিশাল কার্নিভালের আয়োজন করে।ক্রিয়েটিভ গ্রুপের সহযোগিতায় এ বছর আমরা ৩০ শে ডিসেম্বর বেলা ১ থেকে বাংলা ব্যান্ডের অনুষ্ঠানের সূচনা করছি। আশা করি সকলের ভালো লাগবে। ধূপগুড়িতে ইংরেজি

 

উল্লেখ্য, ধূপগুড়িতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। বর্ষবরণে নাচ-গান-আলো, হই হট্টগোল ,আনন্দ-উচ্ছ্বাসে ইংরেজির নতুন বছরকে স্বাগত জানানোর টেন্ড প্রায় বহু দিন আগের। বাংলা নববর্ষকে তেমনভাবে পালন না করলেও বাঙালি ইংরেজি নববর্ষকে সুন্দর করে স্বাগত জানায়। তবে ইংরেজি নববর্ষ পালনের এই সাহেবি অভ্যেস ধুপগুড়িতে দীর্ঘদিন ধরে চলে আসছে। ইংরেজির নতুন বর্ষকে স্বাগত জানাতে প্রতিবছর ধুপগুড়ির ক্রিয়েটিভ গ্রুপ ডাকবাংলো ময়দানে ৩১শে ডিসেম্বর ধুম ধাম করে কার্নিভালের আয়োজন করে।