শূন্যপদ ছাড়াই গ্রুপ ডি-তে নিয়োগ ১২৭১ (সিবিআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য)। শূন্যপদ ছাড়াই গ্রুপ ডি নিয়োগ হয়েছে ১২৭১ জনের৷ আবারও সিবিআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যা নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে।প্রশ্ন উঠেছে, শূন্যপদের বাইরে ১২৭১ চাকরি কীভাবে হল? অতিরিক্ত শূন্যপদ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যের ক্যাবিনেটের। সেই সিদ্ধান্ত ছাড়া কীভাবে ১২৭১ পদে নিয়োগ হল।
প্রসঙ্গত, রাজ্যে বিশ কিছু নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে উঠেছে দুর্নীতির অভিযোগ। সেই মামলাগুলি চলছে কলকাতা হাইকোর্টে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এসএসসি ঘোষিত শূন্যপদ ছিল ৩২১৬টি। ৪৪৮৭ জনকে গ্রুপ ডি চাকরির সুপারিশ করে এসএসসি। এর মধ্য ৩৮৮০ জনের চাকরির সুপারিশ প্যানেলের মেয়াদের সময়কালে, ৬০৭ জনের নিয়োগ প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর। সেই সিদ্ধান্ত ছাড়া কীভাবে ১২৭১ পদে নিয়োগ।
আরও পড়ুন – ধূপগুড়িতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি
অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমারি) এসএসসি চাকরি ক্ষেত্রে প্রযোজ্য কি না তাই বিচারাধীন হাইকোর্টে। কর্মশিক্ষা ও শারীরশিক্ষার অতিরিক্ত শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ রয়েছে হাইকোর্টের।এসএসসি নিয়োগ নিয়ে জট যেন আর থামছেই না৷ দুই দিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গ্রুপ ডির ১,৬৯৪ জন চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর।
মূলত এই ১,৬৯৪ জন চাকরিপ্রার্থী বেআইনি ভাবে চাকরি করছেন, এমনটাই অভিযোগ আনা হয়েছিল হাইকোর্টের কাছে। সিবিআই এর তদন্ত রিপোর্টে তেমনটাই তদন্ত উঠে আসে। তারপরেই হাইকোর্টের নির্দেশ দেয় এই ১,৬৯৪ জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করতে বলা হয়।স্কুল শিক্ষা দফতর সেই নির্দেশ মেনে তালিকা প্রকাশ করেছে।