বিরোধীরা চেষ্টা করতে পারে কিন্তু খেলা শেষঃ সায়নী ঘোষ। সুকান্ত-র গড়ে দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা সায়নী-র, বললেন বিরোধীরা চেষ্টা করতে পারে কিন্তু খেলা শেষ। বুধবার সায়নী ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন। বুনিয়াদপুরের সুকান্ত ভবনে অনুষ্ঠিত জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসাবে এদিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ।
সম্মেলন শুরুর পূর্বে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন সায়নী ঘোষ বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন পঞ্চায়েত ভোট রয়েছে, তারপরে লোকসভা রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে, সেটা বিরোধীরাও জানে ভাল করে। এরপরেই তিনি বিরোধীদের উদ্দেশ্যে অভিযোগ তোলেন যে বিরোধীরা চেষ্টা করছে যেকোনভাবে দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে কলুষিত করার, কিন্তু ধোপে টিকবে না। কার্যত বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে এদিন সায়নী ঘোষ বলেন ডাল গলনে নেহি বালি।
আরও পড়ুন – ধূপগুড়িতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি
সায়নী ঘোষ-এর দাবী তারা ৩৬৫ দিন মানুষের পাশে থাকেন তাই মানুষের অবাধ সমর্থন তাদের প্রতি- মমতা বন্দ্যোপাধ্যায় -অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি। এরপরেই কার্যত গিয়ার পালটে বিরোধীদের উদ্দেশ্য বলেন বিরোধীরা চেষ্টা করতে পারে কিন্তু খেলা শেষ। উল্লেখ বৃহস্পতিবারও দক্ষিণ দিনাজপুর জেলায় সায়নী ঘোষ-এর একাধিক কর্মসূচি রয়েছে। তৃণমূল যুব কংগ্রেস সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে বালুরঘাটের হিলি মোড়ে চা চক্রে উপস্থিত থাকবেন সায়নী ঘোষ। এবং দুপুরে বোল্লা মন্দির পরিদর্শন করে তিনি পতিরামে প্রকাশ্য জনসভা করবেন।
উল্লেখ্য, সুকান্ত-র গড়ে দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা সায়নী-র, বললেন বিরোধীরা চেষ্টা করতে পারে কিন্তু খেলা শেষ। বুধবার সায়নী ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন। বুনিয়াদপুরের সুকান্ত ভবনে অনুষ্ঠিত জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসাবে এদিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ। সম্মেলন শুরুর পূর্বে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন সায়নী ঘোষ বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন পঞ্চায়েত ভোট রয়েছে, তারপরে লোকসভা রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে, সেটা বিরোধীরাও জানে ভাল করে। এরপরেই তিনি বিরোধীদের উদ্দেশ্যে অভিযোগ তোলেন যে বিরোধীরা চেষ্টা করছে যেকোনভাবে দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে কলুষিত করার, কিন্তু ধোপে টিকবে না।