হারতে হারতে জেতা মানে সামগ্রিক ক্রিকেটেরই জয়। হারতে হারতে ম্যাচ জিতে নেওয়ার মজাই আলাদা। একটি দলের দাঁতে দাঁত চেপে এই লড়াই দেখতেই ক্এক্রিকে প্রেমীরা মাঠে আসেন বা টি ভির সামনে বসেন। ভারত-শ্রীলঙ্কার টি টোয়েন্টিফোর প্রথম খেলাটি একরকম তেমনি। একটা পর্যায়ে মনে হচ্ছিল শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচ বেরিয়েই গেছে। শেষ দেওয়ার বা ১২ বলে লঙ্কানদের প্রয়োজন ছিল ২৯ রান, হাতে ২ উইকেট। তবে ১৯তম ওভারে ১৬ রান নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন দুই লঙ্কান ব্যাটসম্যান কাসুন রাজিথা ও চামিকা করুনারত্নে।
শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ১৩ রান। ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেন চামিকা। তবে শেষ পর্যন্ত ৩ বলে ৫ রানের সমীকরণ আর মেলাতে পারেনি অতিথিরা। মুম্বাইয়ের প্রথম টি–টোয়েন্টিতে সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কা হেরে গেছে ২ রানে। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১–০তে এগিয়ে গেল ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন সুযোগ না পাওয়া হুডা ব্যাট হাতে ঝড় তুললেন। অভিষেক ম্যাচে বল হাতে নজর কাড়লেন শিবম। নিলেন ৪ উইকেট।
আরও পড়ুন – দলকে চাঙ্গা করতে প্রিয়াঙ্কা গান্ধীকে মালদহে এনে চমক দিতে চাইছেন কংগ্রেস
উল্লেখ্য, হারতে হারতে ম্যাচ জিতে নেওয়ার মজাই আলাদা। একটি দলের দাঁতে দাঁত চেপে এই লড়াই দেখতেই ক্এক্রিকে প্রেমীরা মাঠে আসেন বা টি ভির সামনে বসেন। ভারত-শ্রীলঙ্কার টি টোয়েন্টিফোর প্রথম খেলাটি একরকম তেমনি। একটা পর্যায়ে মনে হচ্ছিল শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচ বেরিয়েই গেছে। শেষ দেওয়ার বা ১২ বলে লঙ্কানদের প্রয়োজন ছিল ২৯ রান, হাতে ২ উইকেট। তবে ১৯তম ওভারে ১৬ রান নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন দুই লঙ্কান ব্যাটসম্যান কাসুন রাজিথা ও চামিকা করুনারত্নে।
শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ১৩ রান। ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেন চামিকা। তবে শেষ পর্যন্ত ৩ বলে ৫ রানের সমীকরণ আর মেলাতে পারেনি অতিথিরা। মুম্বাইয়ের প্রথম টি–টোয়েন্টিতে সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কা হেরে গেছে ২ রানে। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১–০তে এগিয়ে গেল ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন সুযোগ না পাওয়া হুডা ব্যাট হাতে ঝড় তুললেন। অভিষেক ম্যাচে বল হাতে নজর কাড়লেন শিবম। নিলেন ৪ উইকেট। জেতা মানে