দলকে চাঙ্গা করতে প্রিয়াঙ্কা গান্ধীকে মালদহে এনে চমক দিতে চাইছেন কংগ্রেস

দলকে চাঙ্গা করতে প্রিয়াঙ্কা গান্ধীকে মালদহে এনে চমক দিতে চাইছেন কংগ্রেস। কংগ্রেসের এক সময় দুর্গ মালদহ জেলায় জমি পুনরুদ্ধারের জন্য পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে প্রিয়াঙ্কা গান্ধীকে মালদায় এনে রোড-শো এবং বড় মাপের জনসভা করতে উদ্যোগ জেলা কংগ্রেস নেতৃত্বের। জেলা কংগ্রেসের ওই আবেদনে মন্জুর করেছেন কংগ্রেস হাইকম্যান্ড। তবে কবে আসবেন প্রিয়াঙ্কা গান্ধী তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে, জেলা কংগ্রেস সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মালদা জেলা কংগ্রেসের অন্যতম নেতা ও প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার বলেন, ‘‌আগামী ১৬ জানুয়ারি থেকে জেলায় ভারত জোড়ো কর্মসূচি পালন করব। তবে এই কর্মসূচিতে মূলত প্রদেশ কংগ্রেস নেতৃত্বই অংশ নেবে। সঙ্গে থাকবে জেলার নেতারা। আমাদের মূল লক্ষ্য প্রিয়াঙ্কা গান্ধীকে মালদায় এনে রোড শো এবং বড় জনসভা করার। জেলা কংগ্রেস সভাপতি তথা মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু) নিজে এই নিয়ে কথা বলেছেন। কংগ্রেস নেতৃত্ব প্রিয়াঙ্কা গান্ধীকে মালদায় পাঠানোর অনুরোধে সম্মতিও দিয়েছে। তবে প্রিয়াঙ্কা গান্ধীর সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।’‌জেলা কংগ্রেস সূত্রে খবর, ১৬ এবং ১৭ জানুয়ারি বৈষ্ণবনগর, সুজাপুর এবং ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমর্থনে কর্মসূচি নিচ্ছে কংগ্রেস।

আরও পড়ুন – নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে আদালতে বিচারপতির দ্বিমত পোষণ করেন

পরপর দু’টি বড় মাপের কর্মসূচি পঞ্চায়েত নির্বাচনের আগে ঝিমিয়ে পড়া কংগ্রেসকে চাঙ্গা করতেই নেওয়া হচ্ছে বলে অভিমত জেলার রাজনৈতিক মহলের। জেলার রাজনৈতিক বিশ্লেষকদের আরও অভিমত, এক সময়ের কংগ্রেসের দুর্গ মালদহ পুনরুদ্ধারের লক্ষ্যে মরিয়া হয়েই কংগ্রেস এখন বড় কর্মসূচি নিতে চাইছে। তবে বড় মাপের নেতা-নেত্রীকে এনে চমক দেওয়া সম্ভব হলেও, ভোটে নতুন করে কংগ্রেসের পক্ষে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

 

অবশ্য এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসক দল তৃণমূল। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, ‘‌এই জেলায় কংগ্রেস এখন ক্ষয়িষ্ণু শক্তি। মালদার মানুষ বুঝে গিয়েছেন উন্নয়নের ব্যাটন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়েও তিনিই একমাত্র নির্ভরযোগ্য মুখ। ফলে নেতা-নেত্রীদের এনে দলের জমি উদ্ধার কংগ্রেসের পক্ষে আর নতুন করে সম্ভব নয়।’‌ দলকে চাঙ্গা করতে