রায়গঞ্জে এসে শীতে কাহিল বার্সিলোনার ২ সাইকেল আরোহী

রায়গঞ্জে এসে শীতে কাহিল বার্সিলোনার ২ সাইকেল আরোহী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রায়গঞ্জে এসে শীতে কাহিল বার্সিলোনার ২ সাইকেল আরোহী । মালদা থেকে সাইকেল চেপে রায়গঞ্জের দিকে চলেছেন ২ সাইকেল আরোহী। বিকেল হয়ে আসছে, ফলে পেটে খুব খিদে। অথচ তাদের অপেক্ষায় রায়গঞ্জে বসে আছেন বন্ধু সজল ঘোষ। তার আমন্ত্রণ রক্ষা করতে সাইকেলের প্যাডেলে চাপ দিচ্ছেন দ্রুত। এই ২ সাইকেল আরোহী হলেন স্পেনের বার্সেলোনা শহরের ২ বাসিন্দা পল ও আলভা। দীর্ঘ ৮ মাস ধরে সাইকেলে চেপে ভারতের বিভিন্ন প্রান্তে থেকেছেন।

 

এখন তাদের আপাতত লক্ষ্য দার্জিলিং হয়ে নেপাল। তারপর উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি জেনে মায়ানমার হয়ে চলে যাবেন তারা জাপান। এদিন শেষ বিকেলে ৩৪ নম্বর জাতীয় সড়কে নয়া জামানার এই প্রতিনিধিকে এমনটাই জানালেন তারা। হাসিখুশি এই ২ সাইকেল আরোহী পল ও আলভা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিছুদিন আগেই।

 

স্পেনের বার্সিলোনার নিকটবর্তী শহরের নিকাতালান ভাষার প্রতি গভীর টান থেকে এরা নিজেদের নামের সাথে জুড়ে নিয়েছেন নিকাতলান শব্দ। ভাষার গর্ব বুকে নিয়ে বাংলা ভাষায় তারা যখন বলেন, রায়গঞ্জে খুব ‘ঠান্ডা’। তখন বাংলা ভাষাকে বাঁচানোর জন্য ভাষা শহীদদের স্মরণ করেন আমাদের প্রতিনিধিও। তারা একে অপরকে চিয়ার আপ করতে করতে ইতিমধ্যেই সাইকেলে চষে বেড়িয়েছেন ইউরোপের চারটি দেশ। এরপর তুরস্ক হয়ে ইরান বর্ডারে এলে টেকনিক্যাল সমস্যায় থেমে যায়, তাদের অভিযান। ১ মাসেও সমস্যার সমাধান না হওয়ায় উড়োজাহাজে উড়ে আসেন কর্ণাটকের বেঙ্গালুরুতে।

আরও পড়ুন – দলকে চাঙ্গা করতে প্রিয়াঙ্কা গান্ধীকে মালদহে এনে চমক দিতে চাইছেন কংগ্রেস

সেখান থেকে আবারও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। এদেশের সংস্কৃতি জানতে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে তাদের এই অভিযান বলে জানালেন ওই দম্পতি। তারা বলেন, ভারতের ট্র্যাফিক সমস্যাটাই আমাদের কিছুটা বিব্রত করেছে। আর বাকি সব কিছু দারুন। রাস্তা ঘাটে চলাচল করা ভারতের সাধারণ মানুষ ভীষণ বিনয়ী স্বভাবের জানিয়ে পল ও আলভা বলেন, এদেশে এসে ভীষণ ভালো লাগছে। প্রত্যেকের ব্যবহার আন্তরিক। ভীষণ সহযোগিতা করেছেন। আমরাও সাধারণ মানুষের সাথে মিশে অনেক কিছু শিখছি।

 

এদেশের খাবার তাদের মন ভরিয়ে দিয়েছে, এমনটা স্বীকার করে আলভা বলেন, মশালাদার খাবার এদেশের নাগরিকদের নিজস্ব বৈশিষ্ট্য। আমরাও সেটা উপভোগ করছি। ভালো লাগছে। গত ৮ মাস ধরে তারা ভারতের তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ঘুরে পশ্চিম বঙ্গে এসেছেন। আগামীকাল সকালে এই স্পেনীয় দম্পতি সাইকেলে বেরিয়ে যাবেন শিলিগুড়ির উদ্যেশ্যে। পথের প্রতি বাঁকে শিখবেন ও জানবেন নতুন কিছু, এমনটাই তাদের আশা। টাটা জানিয়ে দ্রুত পথে নামে ২ সাইকেল আরোহী। আজকের লক্ষ্য রায়গঞ্জে সজল ঘোষের বাড়ি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top