গান্ধারের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

গান্ধারের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গান্ধারের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । মালদা শহরের দুর্গাকিঙ্কর সদনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল গান্ধারের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। গান্ধার জেলার সংস্কৃতি জগতে একটি পরিচিত নাম। এদিন অনুষ্ঠানে স্বনামধন্য গান্ধারের শিক্ষার্থীরা মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। কবিতা আবৃত্তির পাশাপাশি পরিবেশিত হয় সঙ্গীত ও শ্রুতিনাটক। উদ্বোধনী সংগীত এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট অতিথিগণ।

 

শিশু শিল্পী প্রত্যাশা,শ্রীনিতা,দেবাংশী, সোহিনী ও তার সঙ্গীদের সমবেত সঙ্গীত প্রশংসনীয়। সায়ন্তন পরাগ নির্মিত ও তার সঙ্গীদের পরিবেশিত কবিতা কোলাজ ‘দাও ফিরে সে ছেলেবেলা’ দর্শকাসনে উপস্থিত জেলাবাসীকে ফেলে আসা শৈশব জীবনে ফিরিয়ে নিয়ে যায়। একক সংগীত পরিবেশন ক’রে হাততালি কুড়োয় পারমিতা দাস।’ রবি ঠাকুরের সঙ্গে কিছুক্ষণ ‘শ্রুতি নাটক পরিবেশন করে ঋতায়ন, সর্বার্থ,রাজশ্রী ও তার সঙ্গীরা। কবিতা কোলাজ ‘সূর্য উঠুক পাঠানকোটের নামে ‘আবৃত্তি ক’রে সকলের মন জয় করে শ্রেয়া,স্নেহা মৌসুমী শ্রেষ্ঠা ও সঙ্গীরা। এভাবে গানের মূর্ছনায়, শ্রুতি নাটকের মাধুর্যে ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান পরিবেশ।

আরও পড়ুন – দলকে চাঙ্গা করতে প্রিয়াঙ্কা গান্ধীকে মালদহে এনে চমক দিতে চাইছেন কংগ্রেস

আবৃত্তি শিক্ষিকা তথা সংস্থার কর্ণধার রাধা ওঝা জানালেন, ‘প্রতিবছর আমরা বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। করোনা জনিত কারণে গত দু’বছর অনুষ্ঠান করতে পারিনি, এবছর সবাইকে নিয়ে অনুষ্ঠান করতে পেরে আমরা খুশি।’

 

উপস্থিত ছিলেন গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ড.সুস্মিতা সোম, বিশিষ্ট বাচিক শিল্পী দীপঙ্কর ভৌমিক, তবলা শিল্পী রবিন ব্যানার্জি, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় রঞ্জন সাহা, কাউন্সিলর প্রসেনজিৎ দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top