বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫ । বাঁকুড়ার কোতুলপুর জয়রামবাটির হলদুর মোড় সংলগ্ন এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ আহত কমপক্ষে ৩৫। জানা যায় সকাল থেকে ঘন কুয়াশা জেরে রাস্তা একেবারেই অন্ধকারাছন্য তার উপরে দ্রুত গতি, তার পর মসক্রিন রাস্তা, রাস্তাই নেয় কোনো স্পীড ব্রেকার যার ফলে, যেকেনো গাড়ী দ্রুত গতিতে যাতায়াত করে যার ফলে আজ সকালে বাস ও লরি জয়রামবাটীর কাছে সামনাসামনি ধাক্কা হয়, জানাজায় বাঁকুড়া গামী বাসের সঙ্গে আরামবাগ মুখী লরির মুখোমুখি সংঘর্ষ।
সংঘর্ষে গুরুতর আহত প্রায় ৩৫ জন। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের কামারপুকুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে। তবে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কুতুলপুর থানার পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানতে পারা যায় জয়রামবাটী এলাকার রাস্তাটি একেবারেই মসৃণ যার ফলে বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটে চলেছে প্রশাসনকে বারবার বললেও কোন ভক্ষেপ না করায় তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।
আরও পড়ুন – মানুষের হয়ে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে শতাব্দী
এলাকার স্থানীয় মানুষজন, তাদের দাবি প্রশাসন অবিলম্বে ওই দুর্ঘটনাক্ত এলাকায় স্পিড ব্রেকারের দাবী তোলেন, তাড়া বলে এই স্পিড বেকার লাগালেই তবেই দুর্ঘটনা রোখা সম্ভব, তবে আজ সকাল থেকে ঘন কুয়াশার জেরে যান চলাচল একেবারেই বিঘ্নিত। তার উপর দ্রুত গতিতে যাওয়া যার ফলে আজ দুর্ঘটনার কবলে বাসে থাকা 35 জন যাত্রী আহত হয়েছেন। তবে আহত হয়েছেন লরির চালকও এমনটাই জানাছেন স্থানীয় মানুষজন।। তবে আজ কেয়সুধু দূর্ঘটনা ঘটে ছে তানয়, এই হোলদুর মোড় এলাকায় প্রায় প্রতি দিন দূর্ঘটনা ঘটে চলেছে বোলেই জানান একাকার মানুষ।
উল্লেখ্য, বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫ । বাঁকুড়ার কোতুলপুর জয়রামবাটির হলদুর মোড় সংলগ্ন এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ আহত কমপক্ষে ৩৫। জানা যায় সকাল থেকে ঘন কুয়াশা জেরে রাস্তা একেবারেই অন্ধকারাছন্য তার উপরে দ্রুত গতি, তার পর মসক্রিন রাস্তা, রাস্তাই নেয় কোনো স্পীড ব্রেকার যার ফলে, যেকেনো গাড়ী দ্রুত গতিতে যাতায়াত করে যার ফলে আজ সকালে বাস ও লরি জয়রামবাটীর কাছে সামনাসামনি ধাক্কা হয়, জানাজায় বাঁকুড়া গামী বাসের সঙ্গে আরামবাগ মুখী লরির মুখোমুখি সংঘর্ষ।