সুইসাইড নোট লিখে বাপের বাড়িতে আত্মঘাতী হল এক গৃহবধূ। ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তাঁর দেহ। মৃতার নাম মিতা মণ্ডল(২৮)। ঘটনাটি ঘটে শনিবার সকালে বারুইপুর থানার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশ কে খবর দেয়। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ সুইসাইড নোটও উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোনারপুরের বাসিন্দা অলোক মণ্ডলের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল মিতা মণ্ডলের।
তাঁদের এক কন্যা সন্তান আছে। মিতার মা সীমা ঘোষ বলেন, দেড় মাস হল মেয়ে বাপের বাড়িতে এসেছে। একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল মেয়ে। এই নিয়ে প্রায় অশান্তি হত। এদিন নাতনী সকালে ঘরের জানালা দিয়ে দেখে মেয়ের ঝুলন্ত দেহ। ওই ছেলের সঙ্গেই রাতে ফোনে কথা বলছিল মেয়ে। কোনও কিছু হয়েছিল সেই কথা বলার সময়েই। তার জেরেই মেয়ে আত্মহত্যা করেছে। অবৈধ সম্পর্কে জড়িয়ে তার পরিণতি হবে না। এমনই লিখে আত্মহত্যা করে ওই গৃহবধূ।
আরও পড়ুন – প্রাথমিক শিক্ষা পর্ষদের সদর দফতরেই বড়সড় কেলেঙ্কারি ফাঁস!
উল্লেখ্য, সুইসাইড নোট লিখে বাপের বাড়িতে আত্মঘাতী হল এক গৃহবধূ। ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তাঁর দেহ। মৃতার নাম মিতা মণ্ডল(২৮)। ঘটনাটি ঘটে শনিবার সকালে বারুইপুর থানার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশ কে খবর দেয়। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ সুইসাইড নোটও উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোনারপুরের বাসিন্দা অলোক মণ্ডলের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল মিতা মণ্ডলের।
তাঁদের এক কন্যা সন্তান আছে। মিতার মা সীমা ঘোষ বলেন, দেড় মাস হল মেয়ে বাপের বাড়িতে এসেছে। একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল মেয়ে। এই নিয়ে প্রায় অশান্তি হত। এদিন নাতনী সকালে ঘরের জানালা দিয়ে দেখে মেয়ের ঝুলন্ত দেহ। ওই ছেলের সঙ্গেই রাতে ফোনে কথা বলছিল মেয়ে। কোনও কিছু হয়েছিল সেই কথা বলার সময়েই। তার জেরেই মেয়ে আত্মহত্যা করেছে। অবৈধ সম্পর্কে জড়িয়ে তার পরিণতি হবে না। এমনই লিখে আত্মহত্যা করে ওই গৃহবধূ।