পুরুলিয়ায় টুসু উৎসব শুরু। জঙ্গলমহলের অন্যতম জেলা হল পুরুলিয়া তাই পুরুলিয়ার মানুষদের ১২ মাসে ১৩ পার্বণ। তার মধ্যে পৌষ মাসের শেষে হল অন্যতম একটি হল মকর সংক্রান্তি পার্বন। এই মকর সংক্রান্তিতে পুরুলিয়ায় টুসু পরব বলে জানা যায়, পুরুলিয়ার প্রত্যেকটি গ্রামে টুস পরব হয়, এই টুসু দেখা গেল বিভিন্ন হাটে বাজারে বিক্রি হচ্ছে পুরুলিয়া শহরের হাটের মোড়ে রমরমে টুসু কেনার ভিড় দেখা যায়, যার দাম ৫০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত, অলকা মাহাতো,
বন্দনা কুমার জানাই যে আমরা এ টুসু কিনে আমরা আজ শনিবার গোটা রাত টুসুর গান বোলে আমরা সুখে জাগান্ত রাখি, তারপরের দিন রবিবার পুরুলিয়া শহরের কাঁসাই নদী তে আমরা বিসর্জন দেব সকালে, প্রশাসনের তরফ থেকে জানা যায় যে রবিবার দিন মানভূম কালচার একাডেমি পক্ষ থেকে ও পুরুলিয়ার জেলা তথ্য ও সাংস্কৃতির অধিকারী সিদ্ধার্থ চক্রবর্তী জানাই যে আমরা পুরুলিয়া শহরের শিমুলিয়া কাঁসাই নদীর পাড়ে রবিবার টুসু মেলার আয়োজন করা হয়েছে দুপুর ১২ টা থেকে
আরও পড়ুন – গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে ঢেঁকি
উল্লেখ্য, জঙ্গলমহলের অন্যতম জেলা হল পুরুলিয়া তাই পুরুলিয়ার মানুষদের ১২ মাসে ১৩ পার্বণ। তার মধ্যে পৌষ মাসের শেষে হল অন্যতম একটি হল মকর সংক্রান্তি পার্বন। এই মকর সংক্রান্তিতে পুরুলিয়ায় টুসু পরব বলে জানা যায়, পুরুলিয়ার প্রত্যেকটি গ্রামে টুস পরব হয়, এই টুসু দেখা গেল বিভিন্ন হাটে বাজারে বিক্রি হচ্ছে পুরুলিয়া শহরের হাটের মোড়ে রমরমে টুসু কেনার ভিড় দেখা যায়, যার দাম ৫০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত,
অলকা মাহাতো, বন্দনা কুমার জানাই যে আমরা এ টুসু কিনে আমরা আজ শনিবার গোটা রাত টুসুর গান বোলে আমরা সুখে জাগান্ত রাখি, তারপরের দিন রবিবার পুরুলিয়া শহরের কাঁসাই নদী তে আমরা বিসর্জন দেব সকালে, প্রশাসনের তরফ থেকে জানা যায় যে রবিবার দিন মানভূম কালচার একাডেমি পক্ষ থেকে ও পুরুলিয়ার জেলা তথ্য ও সাংস্কৃতির অধিকারী সিদ্ধার্থ চক্রবর্তী জানাই যে আমরা পুরুলিয়া শহরের শিমুলিয়া কাঁসাই নদীর পাড়ে রবিবার টুসু মেলার আয়োজন করা হয়েছে দুপুর ১২ টা থেকে। টুসু উৎসব