সাগরদিঘির সভা থেকে দলকে সমঝে চলার বার্তা দিলেন মমতা

সাগরদিঘির সভা থেকে দলকে সমঝে চলার বার্তা দিলেন মমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সাগরদিঘির সভা থেকে দলকে সমঝে চলার বার্তা দিলেন মমতা । মুর্শিদাবাদের সাগরদিঘির সভা থেকে দলের নেতা-নেত্রীদের সাবধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে ঝটিকা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভার এই মঞ্চ থেকে মুর্শিদাবাদ জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের কথা জানানোর পাশাপাশি তিনি কেন্দ্রকে একহাত নিলেন।

 

আর দলকে দিলেন সমঝে চলার বার্তা। উন্নয়নের প্রশ্নে মানুষের সঙ্গে থাকতে হব। মানুষ যা বলে শুনতে হবে। তাঁরা যাতে সমস্ত পরিষেবা পায় তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী এদিন বার্তা দেন, তৃণমূল নেতারা আরও বেশি বেশি মানুষের দুয়ারে যান। মানুষ যদি ক্ষুব্ধ থাকেন আমাদের কাছে, তাহলে কোথায় ক্ষোভ তা জানুন।

 

তা প্রশমণের চেষ্টা করুন। মানুষের প্রতি খারাপ আচরণ করলে বরদাস্ত করবে না দল, তা এদিন ফের একবার স্পষ্ট করে বলে দিলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, মানুষ যদি আমাদের সঙ্গে না থাকেন তবে আপনিও নেতা থাকবেন না। মানুষ আপনার সঙ্গে আছেন বলেই, আপনি আজ নেতা। কাল মানুষ থাকবে না, আপনিও নেতা থাকবেন না। তাই যাতে মানুষ আপনার সঙ্গে থাকে, তার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন – গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে ঢেঁকি

মানুষই আমাদের সরকারের প্রধান ইউএসপি। কেননা মানুষ পাশে না চাইলে মা-মাটি-মানুষের সরকার থাকবে না। অর্থাৎ মমতার নির্দেশ, ভুল যদি করেন, বা ভুল যদি হয়ে থাকে বারবার মানুষের কাছে যান, ক্ষমা চান। ক্ষমা চাইলে আপনি ছোটো হয়ে যাবেন না। বরং ক্ষমা আপনাকে মহান করবে। মানুষ বুঝবে, আপনি তাঁর পাশে থাকার চেষ্টা করছেন। আগে না দিলেও আপনি এখন পরিষেবার ডালি নিয়ে তাঁর কাছে গিয়েছেন। মানুষ আপনাকে সাদরে গ্রহণ করবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top