ডেপুটি মেয়রের ওয়ার্ড উৎসবে অভিনব আয়োজন

ডেপুটি মেয়রের ওয়ার্ড উৎসবে অভিনব আয়োজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ডেপুটি মেয়রের ওয়ার্ড উৎসবে অভিনব আয়োজন। ডেপুটি মেয়রের ওয়ার্ড উৎসবে অভিনব আয়োজন। যারা চিরকাল ধরে রেখেছে সংসারের হাল, একটা সময়ের পর সেই প্রবীণেরাই নিজ সংসারে হয়ে ওঠে অবহেলিত। কোণঠাসা হয়ে পড়েন নিজ হাতে এক সময়ের সাজিয়ে তোলা ঘর সংসারেই। নিত্যদিন একাধিক পরিবারের অন্দরে প্রবীনদের ওপর মানসিক অত্যাচারের অভিযোগ সামনে উঠে আসে।

 

ভোট আসে ভোট যায়, সমাজ,দেশ দুনিয়ার অবস্থা নিয়ে প্রবীণ নাগরিকদের সঙ্গে আলাপ আলোচনা তো দূর তাদের কথা পর্যন্ত মনে রাখেন না কেউই। তবে চিরাচরিত সে ধারা ভেঙে নিজ ওয়ার্ড উৎসবের মধ্য দিয়ে বদল আনলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তাদের জন্য তাঁদের সম্মান প্রদানে সাড়ম্বরে আয়োজিত হলো সম্মাননা অনুষ্ঠান। শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জন সরকার উদয়ন সমিতির প্রাঙ্গনে ৮০ ঊর্ধ্ব ওয়ার্ডের সমস্ত প্রবীন নাগরিকদের নিজ হাতে সম্মানানা জ্ঞাপন করলেন রঞ্জন বাবু। ডেপুটি মেয়র দপ্তরীয় পদের বর্ম দূরে সরিয়ে প্রবীণদের পা ছুঁয়ে নত মস্তকে আশীষ নিতে দেখা গেল তাকে।

 

পশমের শাল, পুষ্প স্তবক দিয়ে তাদের সম্মাননা জানালেন। ডেপুটি চোখের কাছে বিরাট এই সম্মাননা পেয়ে চোখের কোনে জল গড়িয়ে এলো এলাকার প্রবীণ নাগরিকদের। মাইক হাতে তারাও পেলেন মঞ্চ,ভাগ করে নিলেন মনের কথা। এত বছরে এভাবে কেউ ভাবেনি জানালেন প্রবীণেরা। এদিন ওয়ার্ড উৎসব সুচেতনার এই আয়োজনে আপ্লুত তারা। প্রায় শতাধিক প্রবীণ নাগরিকদের বিশেষভাবে সম্মাননা জানান ডেপুটি মেয়র।

আরও পড়ুন – কেশপুরে গোষ্ঠী কোন্দল, পরিস্থিতি সামলাতে ময়দানে মানস ভুঁইয়া

এদিনই ওয়ার্ডবাসীর সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। প্রবীণ নাগরিকদের কোথাও কোন সমস্যা রয়েছে কিনা বিভিন্ন সরকারি ভাতা সময়মতো তারা পাচ্ছেন কিনা সেসবেরও খোঁজ নেয়নে দিন ডেপুটি মেয়র। গত ১৯শে জানুয়ারি থেকে ডেপুটি মেয়রের ১৫ নম্বর ওয়ার্ডের শুরু হয়েছে ওয়ার্ড উৎসব সুচেতনা। আগামী ২৩ শে জানুয়ারি পর্যন্ত চলবে এই ওয়ার্ড উৎসব। শহরবাসী জানাচ্ছেন গোটা শহরের ওয়ার্ড উৎসবের নিরিখে অভিনব ভাবনার মধ্য দিয়ে তাঁক লাগিয়েছে ডেপুটি মেয়রের ওয়ার্ড।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top