গৌড় মালদা ম্যারাথনে অংশ নিতে আসছেন আবির চট্টোপাধ্যায়। মালদহে জেলা পুলিশের উদ্যোগে শুরু হতে চলেছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বুধবার সাংবাদিক বৈঠকে এমনই জানালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।শুধু তাই নয়,এদিন জেলা পুলিশের উদ্যোগে গৌড় মালদা ম্যারাথনের, ম্যাসকট জার্সি, পদক ও লোগোর আনুষ্ঠানিক প্রকাশ পর্ব হয়।
এই প্রতিযোগিতায় প্রবীণ ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারবেন।মালদা ম্যারাথনে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকনে।
এই ম্যারাথনের অংশগ্রহণের জন্য হেল্প লাইন থাকবে। শুধু মালদহ বা এরাজ্য নয়, ভারতবর্ষের যে কোন রাজ্য থেকে প্রতিযোগীরা গৌড় মালদা ম্যারাথনে অংশ নিতে পারবেন বলে জানান পুলিশ সুপার।জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে,ম্যারাথন শুরু হবে আগামী ৫ই ফেব্রুয়ারি থেকে।
আরও পড়ুন – জনতার শাসন!বাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এই ম্যারাথনের অংশগ্রহণ করবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আবির চট্টোপাধ্যায়।তিন দফায় এই ম্যারাথন প্রতিযোগিতা চলবে।চারটি বিভাগ থাকছে এই ম্যারাথনে।প্রথম পুরস্কার বিজেতা পাবেন এক লক্ষ টাকা নগদ পুরস্কার। এরমধ্যে ২১.১ কিলোমিটার পুরুষ ও মহিলা ম্যারাথনে প্রথম পুরস্কার বিজয়ীরা পাবেন নগদ এক লক্ষ টাকা করে পুরস্কার এছাড়াও মেডেল থাকছে। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীদের জন্য থাকছে ৫০ ও ২৫ হাজার টাকার নগদ পুরস্কার ও মেডেল।
পাশাপাশি ১০ কিলোমিটার পুরুষ ও মহিলা এবং ১০ কিলোমিটার সশস্ত্র বাহিনীর জওয়ানদের এই দুই বিভাগেও ম্যারাথন অনুষ্ঠিত হবে। এই দুটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকার নগদ পুরস্কার। ওই তিনটি বিভাগ ছাড়াও একটি বিশেষ বিভাগ রাখা হয়েছে ৫ কিলোমিটার দীর্ঘ আমন্ত্রণমূলক ম্যারাথনের। এখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গৌড় মালদা ম্যারাথনে অংশ নিতে আসছেন আবির চট্টোপাধ্যায়। মালদহে জেলা পুলিশের উদ্যোগে শুরু হতে চলেছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বুধবার সাংবাদিক বৈঠকে এমনই জানালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।শুধু তাই নয়,এদিন জেলা পুলিশের উদ্যোগে গৌড় মালদা ম্যারাথনের, ম্যাসকট জার্সি, পদক ও লোগোর আনুষ্ঠানিক প্রকাশ পর্ব হয়।