মেধা নির্বাচন পরীক্ষার ফলাফল প্রকাশ

মেধা নির্বাচন পরীক্ষার ফলাফল প্রকাশ। বৃহস্পতিবার মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির মেধা নির্বাচন পরীক্ষার ২০২২ ফলাফল প্রকাশিত হল। জানা গিয়েছে,এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 3941 জন। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ২২টি সেন্টারে মেধা নির্বাচন পরীক্ষা হয়েছিল। তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ নাম্বার প্রাপক সুকান্তপল্লী শ্রী রামকৃষ্ণ এস এস এন ছাত্রী অঙ্কনা কুন্ডু ।তার প্রাপ্ত নম্বর ৯৫।

 

সম্পাদক সেখ মনিরুল আলম বলেন ,নব্বই শতাংশের ওপর প্রাপক ছাত্র ছাত্রীদের স্কলারশিপ, বই, মেডেল, সার্টিফিকেট দেওয়া হয়েছে। এছাড়াও ৮১থেকে ৯০ শতাংশ নাম্বার প্রাপককে ৫০০ টাকা বই, মেডেল, সার্টিফিকেট, ৭১থেকে ৮০ শতাংশ নাম্বার প্রাপককে বই, মেডেল, সার্টিফিকেট সহযোগে পুরস্কৃত করা হয়েছে। ৫০শতাংশের ওপর নাম্বার প্রাপককে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বই, মেডেল, সার্টিফিকেট সহযোগে পুরস্কৃত করা হয়েছে।

আরও পড়ুন – জনতার শাসন!বাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই

উল্লেখ্য, বৃহস্পতিবার মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির মেধা নির্বাচন পরীক্ষার ২০২২ ফলাফল প্রকাশিত হল। জানা গিয়েছে,এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 3941 জন। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ২২টি সেন্টারে মেধা নির্বাচন পরীক্ষা হয়েছিল। তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ নাম্বার প্রাপক সুকান্তপল্লী শ্রী রামকৃষ্ণ এস এস এন ছাত্রী অঙ্কনা কুন্ডু । তার প্রাপ্ত নম্বর ৯৫।

 

সম্পাদক সেখ মনিরুল আলম বলেন ,নব্বই শতাংশের ওপর প্রাপক ছাত্র ছাত্রীদের স্কলারশিপ, বই, মেডেল, সার্টিফিকেট দেওয়া হয়েছে। এছাড়াও ৮১থেকে ৯০ শতাংশ নাম্বার প্রাপককে ৫০০ টাকা বই, মেডেল, সার্টিফিকেট, ৭১থেকে ৮০ শতাংশ নাম্বার প্রাপককে বই, মেডেল, সার্টিফিকেট সহযোগে পুরস্কৃত করা হয়েছে। ৫০শতাংশের ওপর নাম্বার প্রাপককে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বই, মেডেল, সার্টিফিকেট সহযোগে পুরস্কৃত করা হয়েছে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির মেধা নির্বাচন পরীক্ষার ২০২২ ফলাফল প্রকাশিত হল। জানা গিয়েছে,এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 3941 জন। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ২২টি সেন্টারে মেধা নির্বাচন পরীক্ষা হয়েছিল। তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ নাম্বার প্রাপক সুকান্তপল্লী শ্রী রামকৃষ্ণ এস এস এন ছাত্রী অঙ্কনা কুন্ডু । তার প্রাপ্ত নম্বর ৯৫।