পরীক্ষার্থীর সংখ্যায় মাধ্যমিককে টেক্কা উচ্চমাধ্যমিকের! মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। পরীক্ষার্থীর সংখ্যায় মাধ্যমিককে টেক্কা উচ্চমাধ্যমিকের! কী করে বাড়ল এত পড়ুয়া , জীবনের প্রথম কোনও বড় পরীক্ষা দিতে নিজেদের তৈরি করছে পরীক্ষার্থীরা। মাধ্যমিক শেষ হতে না হতেই শুরু হবে উচ্চমাধ্যমিক (HS Exam 2023)। ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। তবে এবার পরীক্ষার্থীর সংখ্যায় মাধ্যমিককে টেক্কা দিচ্ছে উচ্চ মাধ্যমিক!
জানা গেছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে সাত লাখের কিছু বেশি পরীক্ষার্থী। সেখানে উচ্চ মাধ্যমিক দেবে সাড়ে আট লাখ! সাম্প্রতিক অতীতে এমন ছবি দেখা যায়নি বলেই মত শিক্ষামহলের। কেন এমন হল?
শিক্ষামহলের কথায়, ২০২১ সালের করোনার কারণে পরীক্ষা বাতিল হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুরনো নম্বর মূল্যায়ন করেই পাশ করিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। ফল প্রকাশের পর দেখা যায়, পাশের হার ছিল বিপুল। তারাই এবার উচ্চ মাধ্যমিকে বসছে।
এ বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে করার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন – শ্রীলঙ্কার জনপ্রিয় গানের সুরে ত্রিপুরা ভোটের ‘থিম সং’ বিজেপির
এছাড়াও পর্ষদের চেয়ারম্যান বলেন, ‘পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে অর্থাৎ ১১:৪৫ মিনিট প্রশ্নপত্র দেওয়া হবে। ঠিক ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। এবার পরীক্ষাকেন্দ্রের মধ্যে কোনও অভিভাবককে ঢুকতে দেওয়া হবে না।’ পর্ষদ আগেই জানিয়েছিল, যদি কোনও পরীক্ষাকেন্দ্রে কোনওরকম অশান্তি হয় তবে সেই কেন্দ্রের পরীক্ষার্থীদের রেজাল্ট আটকে দেওয়া হবে।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )