সাংসদ কোটার টাকা নয়ছয়ের মামলায় কাঁথি থানায় হাজিরা শুভেন্দুর ভাই সৌমেন্দুর ,কাঁথি থানায় (Contai Police Station) আবারও ডাক পড়ল সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari)। সাংসদ কোটার টাকা নয়ছয় সংক্রান্ত একটি অভিযোগের মামলায় সাক্ষী হিসেবে ডাক পড়ল সৌমেন্দু অধিকারীর। সৌমেন্দু যখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় পুর এলাকায় রাস্তাঘাট উন্নয়নের জন্য একটি টেন্ডার ডাকা হয়েছিল। সেই দরপত্র সংক্রান্ত দুর্নীতির অভি্যোগের একটি মামলায় বৃহস্পতিবার বিকেল চারটের সময় কাঁথি থানায় ডেকে পাঠানো হয় সৌমেন্দুকে। জানা যাচ্ছে, কাঁথি পুরসভায় চেয়ারম্যান পদে যখন সৌমেন্দু অধিকারী ছিলেন, সেই সময় রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কোটার টাকার কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল নারায়ণ গিরি নামে এক ঠিকাদারকে। কিন্তু সেই কাজ সঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ তুলেছেন কাঁথি পুরসভা এলাকার বাসিন্দা শেখ কুদ্দুস।
এই বিষয়ে সৌমেন্দু অধিকারীর আইনজীবী অনির্বান চক্রবর্তী জানান, ‘এই মামলায় কোনও অভিযুক্ত হিসেবে নয়, একজন সাক্ষী হিসেবে সৌমেন্দুকে ডাকা হয়েছে। আরএস ল্যাডের একটি মামলা সংক্রান্ত বিষয়ে সাক্ষী হিসেবে তাঁকে ডাকা হয়েছে কাঁথি থানায়। প্রত্যেকবারই জানানো হয় কোন মামলায় ডাকা হচ্ছে। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই একই প্রশ্ন করা হয়, একই নথি চেয়ে পাঠানো হয়। আমার মক্কেল এই মুহূর্তে, যাবতীয় নথি, ব্যাঙ্কের তথ্য, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নথি সব কিছুই জমা দিয়েছেন। এই মামলাতেও আগে একবার ডাকা হয়েছিল, আজ আবারও ডাকা হল।’
আরও পড়ুন – টলিপাড়ায় বিয়ের সানাই, সাত পাকে বাঁধা পড়বেন গায়ক দুর্নিবার সাহা
এসৌমেন্দু যখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় পুর এলাকায় রাস্তাঘাট উন্নয়নের জন্য একটি টেন্ডার ডাকা হয়েছিল। সেই টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভি্যোগের একটি মামলায় বৃহস্পতিবার বিকেল চারটের সময় কাঁথি থানায় ডেকে পাঠানো হয় সৌমেন্দুকে।ই অভিযোগকারীর আরও দাবি, কাজ ঠিকভাবে না করেই টাকা তুলে নেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। সেই মামলার সূত্র ধরেই সাক্ষী হিসেবে এদিন কাঁথি থানায় ডেকে পাঠানো হয় সৌমেন্দু অধিকারীকে। এর আগেও একাধিকবার কাঁথি থানায় বিভিন্ন মামলায় তলব করা হয়েছিল পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। এই নিয়ে প্রায় ৮বার বিভিন্ন মামলায় ডাকা হল সৌমেন্দুকে। এদিন অবশ্য ১৬০ নোটিসের ভিত্তিতে সাক্ষী হিসেবেই কাঁথি থানায় হাজিরা দেন তিনি।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )