বৃহস্পতিবার বিকেলে হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,কী কথা হল রাজ্যপালের সঙ্গে ? মুখ্যমন্ত্রীর এদিন রাজভবনে যাওয়ার বিষয়ে আগে থেকে কিছু স্থির ছিল না। জানা যাচ্ছে, রাজভবনে ফোন করে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের (C V Ananda Bose)সাক্ষাতের ব্যবস্থা করা হয়।জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর রাজভবনে যাওয়া পূর্বপরিকল্পিত ছিল না। বিকেলে হঠাৎই রাজভবনে পৌঁছে যান তিনি। বেশ কিছুক্ষণ রাজ্যপালের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। যদিও কী বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে, তা নিয়ে তখনও ধোঁয়াশা। পরে রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে যান বিধানসভায়। সেখানে অবশ্য মুখ্যমন্ত্রী নিজেই গোটা বিষয়টি খোলসা করেন। জানান, রাজ্যপালের সঙ্গে হোলির শুভেচ্ছা বিনিময় করতেই দেখা করতে যাওয়া। মুখ্যমন্ত্রীর এদিন রাজভবনে যাওয়ার বিষয়ে আগে থেকে কিছু স্থির ছিল না। জানা যাচ্ছে, রাজভবনে ফোন করে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, রাজভবনের প্রিন্সিপাল সেক্রেটারি পদ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের একটি দ্বন্দ্বের বাতাবরণ তৈরি হয়েছিল। যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি অনেকটা নমনীয় হয়। সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সঙ্গে ছিলেন রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁরা রাজ্যপালের কাছে উপাচার্য পদে ইস্তফা দেন এবং তারপর রাজ্যপাল তাঁদের আরও তিনমাসের জন্য কাজ চালিয়ে যেতে বলেন। রাজ্যপালকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন ব্রাত্য বসু। রাজ্যপালও বলেছিলেন, শিক্ষা ক্ষেত্রে কোনও দ্বন্দ্বের পরিবেশ তিনি চান না। সব মিলিয়ে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক ফের একটি ইতিবাচক দিতে মোড় নিতে শুরু করেছে। ঠিক সেই সময়েই রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – হিমেশ রেশমিয়ার ওপর মেজাজ হারালেন আশা ভোসলে কিন্তু কেন ?
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিষয়টিকে রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হিসেবে ব্যাখ্যা করছেন বটে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যে বিধানসভা অধিবেশন চলছে। এবারের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। এমন অবস্থায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee )এই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )